রাবি ও ক্যামব্রিয়ান বন্ধুসভার মেলবন্ধন

রাবি ও ক্যামব্রিয়ান বন্ধুসভার মেলবন্ধন
ছবি: সংগৃহীত

‘সংস্কৃতির প্রগতিতে এগিয়ে যাবে তারুণ্য, দিগন্তে জাগবে নয়া বহ্নিশিখা’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মেলবন্ধন’। ২১ আগস্ট শনিবার সন্ধ্যায় গুগল মিটের মাধ্যমে ভার্চ্যুয়াল এ অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ক্যামব্রিয়ান কলেজ বন্ধুসভা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সিফাত হোসেন ও ক্যামব্রিয়ান কলেজ বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক আশা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই বন্ধুসভার প্রাক্তন ও বর্তমান বন্ধুরা। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন ক্যামব্রিয়ান কলেজ বন্ধুসভার উপদেষ্টা ও কলেজের শিক্ষক সাইদুল হাসান। তিনি বলেন, ‘জাগরণের অন্যতম হাতিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন। এরই মাধ্যমে সমাজে আসবে ইতিবাচক পরিবর্তন।’

এরপর বক্তব্য দেন রাবি বন্ধুসভার উপদেষ্টা মাজহারুল ইসলাম। তিনি বলেন, ‘সাংস্কৃতিক আন্দোলনে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের শক্তিতে বলীয়ান হয়ে আমরা অর্জন করতে পারি আত্মিক মুক্তি। সমাজকে দিতে পারি উত্তম রূপ।’

সাংস্কৃতিক পর্বে মনোমুগ্ধকর বিভিন্ন পরিবেশনা দিয়ে অনুষ্ঠানটিকে উৎসবমুখর করে তোলেন দুই বন্ধুসভার বন্ধুরা। কবিতা আবৃত্তি করেন রাবি বন্ধুসভার সাধারণ সম্পাদক শাদমান সাকিব, দপ্তর সম্পাদক মো. মাহমুদুল হাসান, সহসভাপতি মিথিলা বিনতে মাতিন, গোপাল রায়, কায়েস মাহবুব সাকিব, ক্যামব্রিয়ান বন্ধুসভার উপদেষ্টা সাইদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ইসলাম প্রমুখ।

গান পরিবেশন করেন রাবি বন্ধুসভার যোগাযোগ সম্পাদক বিনীতা বিশ্বাস, পাপরী সাহা ও ক্যামব্রিয়ান বন্ধুসভার মিম ইসলাম। নৃত্য পরিবেশন করেন ক্যামব্রিয়ান বন্ধুসভার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সম্পাদক মেহরিন তাবাসসুম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যামব্রিয়ান বন্ধুসভার সভাপতি নাইম ইসলাম, রাবি বন্ধুসভার সভাপতি তারিফ হাসান, প্রচার সম্পাদক নয়ন চন্দ্র দাসসহ দুই বন্ধুসভার আরও অনেক বন্ধু। গানের সুর, কবিতার শব্দের ঝংকার, নাচের রিনিঝিনি স্পন্দনে অনুষ্ঠানের দ্যুতি বাড়তে থাকে উত্তরোত্তর। রাবি বন্ধুসভার সভাপতি তারিফ হাসানের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা