রংপুরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বন্ধুসভার পিঠা উৎসব

রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে পিঠা উৎসবের আয়োজন করা হয়
ছবি: সংগৃহীত

প্রথম আলো রংপুর বন্ধুসভার আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। ২০ জানুয়ারি বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে পিঠা উৎসবের আয়োজন করা হয়।

রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে পিঠা উৎসবের আয়োজন করা হয়
ছবি: সংগৃহীত

বন্ধুরা নিজেদের বাড়িতে নানা ধরনের পিঠা বানিয়ে শিশুদের মধ্যে বিতরণ করেন। সঙ্গে করোনা সংক্রমণের ঝুঁকি রোধে শিশুদের দেওয়া হয় মাস্ক। নগরের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ১৫০ সুবিধাবঞ্চিত শিশুর হাতে তুলে দেওয়া হয় শীতকালের বাহারি পিঠা।

আয়োজনে উপস্থিত ছিলেন রংপুর বন্ধুসভার উপদেষ্টা সরকারি বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোহাম্মদ শাহ্ আলম, ফারহানা আনাম, রেহানা সুলতানা, মুকুল হোসেন, আরিফুল হক, বন্ধুসভার সাধারণ সম্পাদক রওনক জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক বৃষ্টি প্রামাণিক, পাঠচক্র সম্পাদক তাহমিনা রেজা, সাহিত্য সম্পাদক মাহমুদ নাসির, অনুষ্ঠান সম্পাদক রণজিত কুমার রায়সহ নতুন–পুরোনো বন্ধুরা।

বন্ধুরা নিজেদের বাড়িতে নানা ধরনের পিঠা বানিয়ে শিশুদের মধ্যে বিতরণ করেন
ছবি: সংগৃহীত

প্রশিক্ষণ সম্পাদক, রংপুর বন্ধুসভা