রংপুর বন্ধুসভার পথনাটক ‘আমরা রাখবো পরিষ্কার’

রংপুর বন্ধুসভার পথনাটক ‘আমরা রাখবো পরিষ্কার’
ছবি: সংগৃহীত

‘আসুন আমাদের শহর আমরা রাখি পরিষ্কার’ স্লোগানে সচেতনতামূলক পথনাটক পরিবেশন করেছেন প্রথম আলো বন্ধুসভা রংপুরের বন্ধুরা। ‘আমরা রাখবো পরিষ্কার’ শিরোনামের নাটকে রংপুর নগরের শ্যামাসুন্দরী খাল খনন, সংস্কার ও বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়।

রংপুর বন্ধুসভার পথনাটক ‘আমরা রাখবো পরিষ্কার’
ছবি: সংগৃহীত

৭ নভেম্বর রোববার দুপুরে নগরের জিলা স্কুল মোড়ের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে প্রথম আলোর ২৩ বছর পূর্তিতে একটি ভালো কাজের অংশ হিসেবে বন্ধুসভা এ পথনাটক পরিবেশন করে।

রংপুর বন্ধুসভার পথনাটক ‘আমরা রাখবো পরিষ্কার’
ছবি: সংগৃহীত

দুই বছর আগে ১০০ বছরের রেকর্ডভাঙা বৃষ্টিতে ডুবে যাওয়া রংপুর নগরবাসীর দুর্ভোগের কথা উঠে আসে নাটকে। নালা, খাল, নদ-নদীসহ যত্রতত্র পলিথিন, ময়লা আবর্জনা ফেলার কথা উঠে আসে ১০ মিনিট ব্যাপ্তির নাটকের সংলাপসুরে। পথনাটক উপভোগে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে জড়ো হতে থাকেন অনেক মানুষ। নাটকে শহর-নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানায় বন্ধুসভা।

রংপুর বন্ধুসভার পথনাটক ‘আমরা রাখবো পরিষ্কার’
ছবি: সংগৃহীত

বন্ধুসভার সাহিত্য সম্পাদক মাহমুদ নাসিরের রচনা ও যুগ্ম সম্পাদক বৃষ্টি প্রমানিকের নির্দেশনায় ‘আমরা রাখবো পরিষ্কার’ পথনাটকটির প্রযোজনা অধিকর্তা ছিলেন সম্পাদক রওনক জাহান। বঙ্গবন্ধু ম্যুরাল চত্বর ছাড়াও কাছারি বাজার ও পাবলিক লাইব্রেরি চত্বরে বন্ধুসভার এই পরিবেশনা উপভোগ করেন নগরের অসংখ্য মানুষ।

প্রশিক্ষণ সম্পাদক, রংপুর বন্ধুসভা