ময়মনসিংহ বন্ধুসভার মাস্ক বিতরণ ও সচেতনতা কর্মসূচি

আয়োজনস্থলে পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করা হয়
ছবি: সংগৃহীত

শীতের আগমনের সঙ্গে সঙ্গে করোনার প্রাদুর্ভাবও বেড়ে যাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। অথচ মানুষের মধ্যে এখনো সচেতনতার অনেক কমতি। শারীরিক দূরত্ব ও মাস্ক পরিধান এখনো শতভাগ নিশ্চিত হয়নি।

এরই প্রেক্ষিতে সবাইকে নিয়ে একসঙ্গে সুস্থভাবে বেঁচে থাকার জন্য ময়মনসিংহ বন্ধুসভা মাস্ক সচেতনতা ও বিতরণ কর্মসূচির আয়োজন করে।

গত ২৬ নভেম্বর আয়োজন ছিল কাচারিঘাটে। নদীর ওই পার থেকে অনেক মানুষ প্রতিদিন জীবিকার জন্য শহরে আসা–যাওয়া করে। তাদের কেউই যেন মাস্ক ছাড়া আসা–যাওয়া না করে, সে জন্য নৌকার মাঝিসহ সবাইকে সচেতন করা হয় এবং আয়োজনস্থলে পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করা হয়।

সুস্থভাবে বেঁচে থাকার জন্য ময়মনসিংহ বন্ধুসভা মাস্ক সচেতনতা কর্মসূচি
ছবি: সংগৃহীত

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বন্ধুসভার উপদেষ্টা আলী ইউসুফ, সাবেক সভাপতি রবিউল ইসলাম রিমন, সাধারণ সম্পাদক শাহিদা সনি, উপসাংগঠনিক সম্পাদক সাদিকুল ইসলাম সারোয়ারসহ বন্ধুসভার ১২ জন সদস্য।

বন্ধুসভার এই কর্মসূচির সঙ্গে আরও অংশগ্রহণ করেন হেল্প প্লাস ময়মনসিংহ, মানবসেবায় আমরা ময়মনসিংহ এবং ১১ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী।

সভাপতি, ময়মনসিংহ বন্ধুসভা