মেহেরপুর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মেহেরপুর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি: সংগৃহীত

প্রথম আলো বন্ধুসভা মেহেরপুরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর শুক্রবার বেলা সাড়ে তিনটায় মেহেরপুর বন্ধুসভার বৃক্ষরোপণ অভিযান শুরু হয়। এবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বৃক্ষরোপণ কর্মসূচির কিছুটা বিলম্ব হয়েছে। এ বছর বন্ধুরা নিজস্ব অর্থায়নে ফলদ বৃক্ষ রোপণের উদ্যোগ গ্রহণ করে।

মেহেরপুরের চাদবিল নামক স্থানে বন্ধুরা ৯ ধরনের ফলদ বৃক্ষ রোপণ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো জাতীয় ফল কাঁঠাল, কতবেল, তেঁতুল, বাতাবিলেবু, জাম, জলপাই, আমলকি ইত্যাদি। গাছগুলো যাতে পর্যাপ্ত আলো–বাতাস পায় ও পশুপাখির হাত থেকে রক্ষা পায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্ধুসভার রোপণ করা এসব বৃক্ষের ফল সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার সভাপতি নিলুফার বানু, উপদেষ্টা ডা. আবুল বাশার, উপদেষ্টা মো. শোহাগ, সহসভাপতি তানিয়া হক, সহসভাপতি কাজিমুল হক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আশিক রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক খাদিজা জান্নাত, যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত জাহান, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নাজমুস সাকিব, সমাজকল্যাণ সম্পাদক সানিয়া আক্তার, ক্রীড়া সম্পাদক ইমরান খান, সোহান খান, তানজীম, মুক্তি, আবির খন্দকার প্রমুখ।

বৃক্ষরোপণ শেষে এলাকার সাধারণ মানুষকে বৃক্ষের গুরুত্ব সম্পর্কে জানানো হয়। বেশি বেশি বৃক্ষরোপণের জন্য উদ্বুদ্ধ করার পাশাপাশি বন্ধুদের সবাইকে নিজ নিজ বাসায় রোপণের জন্য একটি করে ফলদ বৃক্ষের চারা উপহার দেওয়া হয়।