মেহেরপুর বন্ধুসভার পথশিশুদের পিঠা খাওয়ানো উৎসব

বন্ধুরা নিজস্ব অর্থায়নে শিশুদের জন্য পিঠা উৎসবের আয়োজন করেন
ছবি: সংগৃহীত

পথশিশুদের পিঠা খাওয়ানোর উৎসব করল মেহেরপুর বন্ধুসভা। বন্ধুরা নিজস্ব অর্থায়নে শীতের আমেজে শিশুদের জন্য পিঠা উৎসবের আয়োজন করেন। ২১ জানুয়ারি পিঠা উৎসব অনুষ্ঠিত হয় মেহেরপুর তনবন চত্বর প্রাঙ্গণে।

২১ জানুয়ারি পিঠা উৎসব অনুষ্ঠিত হয় মেহেরপুর তনবন চত্বর প্রাঙ্গণে
ছবি: সংগৃহীত

বন্ধুরা আশপাশের এলাকা থেকে সুবিধাবঞ্চিত শিশুদের একত্র করে পিঠা উৎসবের আমেজ সৃষ্টি করেন। শিশুদের জন্য ষষ্ঠ ব্যঞ্জনের পিঠার ব্যবস্থা করেছিলেন বন্ধুরা। শিশুরা পছন্দমতো পিঠা খেয়েছে। রহিমা নামের শিশুর শুধুই পাটিসাপটা পিঠা পছন্দ। তার সঙ্গে এসেছিল ফরিদুল নামের আরেক ছোট্ট শিশু। রহিমার দেখাদেখি ফরিদুলও শুধু পাটিসাপটা পিঠাই খায়। কেউ কেউ শুধু ভাপা পিঠার মধ্যকার নারকেল খেতে চায়। বন্ধুরা সাধ্যমতো সবার ইচ্ছা পূরণ করেন ।

শিশুদের জন্য ষষ্ঠ ব্যঞ্জনের পিঠার ব্যবস্থা করেছিলেন বন্ধুরা
ছবি: সংগৃহীত

পিঠা উৎসবের আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করেন সভাপতি নিলুফার বানু। আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা ডা. আবুল বাশার, মো. রিপন খান, মো. নাদিম হাসান, সহসভাপতি তানিয়া হক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খাদিজা জান্নাত, যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত জাহান, সাংগঠনিক সম্পাদক আশিক রাব্বি, প্রচার সম্পাদক সাদিদা খানম, পাঠাগার সম্পাদক আরমা খান, প্রশিক্ষণ সম্পাদক তানিয়া হক, সমাজকল্যাণ সম্পাদক সানিয়া আক্তার, ক্রীড়া সম্পাদক ইমরান খান, অনুষ্ঠান সম্পাদক আসাদুজ্জামান রিসাদ, বিজ্ঞানবিষয়ক সম্পাদক সাজিদ রহমান, নাফিস সাদিক, রিয়ান রেজা প্রমুখ।

শিশুদের জন্য ষষ্ঠ ব্যঞ্জনের পিঠার ব্যবস্থা করেছিলেন বন্ধুরা
ছবি: সংগৃহীত

সাংগঠনিক সম্পাদক, মেহেরপুর বন্ধুসভা