মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার ‘ভালোবাসার সাহরি’
‘ভালোবাসার সাহরি’ নামের কর্মসূচির মাধ্যমে সিলেট নগরীর নিরাশ্রয় মানুষের পাশে দাঁড়িয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভা। ৭ মে শুক্রবার দিবাগত রাত একটার পরে নগরীর আম্বরখানা, চৌহাট্টা, বন্দরবাজার ও নাইওরপুল এলাকার ফুটপাতে বসবাসকারী ৬৫ জন মানুষের হাতে সাহরির খাবার তুলে দেন বন্ধুরা।
সাহরি বিতরণ কর্মসূচি সম্পর্কে সাধারণ সম্পাদক তানিম আহমদ বলেন, ‘পড়াশোনার পাশাপাশি আমরা মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা সব সময় সামাজিক কাজকে প্রাধান্য দিয়েছি। এরই ধারাবাহিকতায় এই সাহরি বিতরণ কর্মসূচি। সবার প্রতি অনুরোধ, নিজের প্রয়োজন সামান্য সীমিত করে কর্মহীন, অসহায় ও নিরাশ্রয় মানুষদের পাশে দাঁড়ান।’
সাহরি বিতরণের নেতৃত্ব দেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার সভাপতি খায়রা তুজ জাহান ও সাধারণ সম্পাদক তানিম আহমদ বাবর। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি রুমেন চৌধুরী, তৃতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এনায়েতুর রহমান চৌধুরী মাহির, অনুষ্ঠান সম্পাদক ফারহান বাহার চৌধুরী, পঞ্চম কার্যনির্বাহী কমিটির সভাপতি সুদিপ্ত সিনহা শান্ত প্রমুখ।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক, মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা