মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
ছবি: সংগৃহীত

মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচি’। ১ নভেম্বর সোমবার সিলেট নগরীর পাঠানটুলার বিদ্যাসিঁড়ি স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে শিক্ষার্থী ও অভিভাবকদের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সবাইকে রক্তদানের প্রয়োজনীয়তা ও সাবধানতা সম্পর্কে অবগত করা হয়।

আয়োজনে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার বর্তমান কার্যনির্বাহী কমিটির বন্ধুদের পাশাপাশি জ্যেষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিদ্যাসিঁড়ি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সক্রিয় উপস্থিতি এই ছোট্ট প্রয়াস সাফল্যমণ্ডিত করেছে।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
ছবি: সংগৃহীত

কর্মসূচি নিয়ে বিদ্যাসিঁড়ি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ সাইদুল হাসান বলেন, ‘ছাত্রজীবনে বন্ধুত্বের দাবিতে এমন সেবামূলক কাজ সমাজের জন্য দৃষ্টান্তমূলক, বন্ধুরা আরও ভালো ভালো কাজ নিয়ে দেশ ও মানুষের সেবায় এগিয়ে আসবে, এই প্রত্যাশা রইল।’

মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
ছবি: সংগৃহীত

বেলা তিনটায় মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভার সভাপতি খায়রা তুজ জাহান ও সাধারণ সম্পাদক তানিম আহমেদের বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক, মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভা