মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার বছরের দ্বিতীয় পাঠচক্র অনুষ্ঠিত

পাঠচক্রে অংশগ্রহণকারী বন্ধুরা
ছবি: সংগৃহীত

মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার নতুন বছরের দ্বিতীয় পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত পাঠচক্রের নির্ধারিত বই ছিল আবদুল্লাহ আবু সায়ীদের লেখা সংগঠন ও বাঙালি।

পাঠচক্র সম্পাদক আফনান সেলিমের পরিচালনায় পাঠচক্র কার্যক্রম শুরু হয়। উপস্থিত ছিলেন সপ্তম কার্যকরী কমিটির সভাপতি খায়রা তুজ জাহান, সাধারণ সম্পাদক তানিম আহমেদ, পাঠচক্র সম্পাদক আফনান মিথী, পাঠাগার সম্পাদক সুস্মিতা রয়, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক হালিমা সুলতানা, কার্যনির্বাহী সদস্য মোয়াজ্জেম হোসেন খান ও শাকিল আহমেদ। জ্যেষ্ঠ বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন তৃতীয় কার্যকরী কমিটির অনুষ্ঠানবিষয়ক সম্পাদক ফারহান বাহার চৌধুরী।

একটি সংগঠন কীভাবে গড়ে ওঠে, আবার কেনই-বা সঠিকভাবে গড়ে উঠতে পারে না এবং তার মূল কারণগুলো কী কী—এ নিয়ে সবাই উপরিউক্ত বইয়ের ভিত্তিতে মতামত ব্যক্ত করেন।

আলোচনার একপর্যায়ে সভাপতি খায়রাতুজ জাহান, সাধারণ সম্পাদক তানিম আহমেদ এবং তৃতীয় কার্যকরী কমিটির অনুষ্ঠানবিষয়ক সম্পাদক ফারহান বাহার চৌধুরী বন্ধুদের বই পড়ার প্রতি উৎসাহমূলক এবং সংগঠনের প্রতি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার উপদেশমূলক বক্তব্য দেন।

রাত আটটায় পাঠচক্র সম্পাদকের সমাপনী বক্তব্যের মাধ্যমে পাঠচক্র কার্যক্রমের সমাপ্তি ঘটে।