‘মুক্তিযুদ্ধ ও তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে নির্মিত জাতীয় স্মৃতিসৌধ
ফাইল ছবি: দীপু মালাকার

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচন সভা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) বন্ধুসভা। ১৭ ডিসেম্বর রাত আটটায় গুগল মিটে ‘মুক্তিযুদ্ধ ও তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক এই ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাবিপ্রবি বন্ধুসভার উপদেষ্টা ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাবিপ্রবি বন্ধুসভার সাবেক সভাপতি শুভ্র গোপ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি মোহাম্মদ ইউসুফ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সোহেল রানা প্রমুখ। শাবিপ্রবি বন্ধুসভার সভাপতি জনিক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তানিম খন্দকার।

সভায় আরও বক্তব্য দেন মাইদুল ইসলাম, সাইফুল ইসলাম, সাকিব নিলয়, ফারহানা আফরিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।