মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল ভোলা বন্ধুসভা

ভোলা বন্ধুসভা গত ৯ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে
ছবি: সংগৃহীত

প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সারা দেশে হাজার হাজার বৃক্ষরোপণ করেন বন্ধুসভার বন্ধুরা। সারা দেশের বন্ধুদের মতো ভোলা বন্ধুসভার সদস্যরা দ্বীপ জেলা ভোলার বিভিন্ন রাস্তার পাশে ও স্কুল-কলেজে বৃক্ষরোপণ করেন। এসব গাছ এখন মাতৃরূপে ছায়া দিয়ে যাচ্ছে পথচারীদের। নীরবে দিয়ে যাচ্ছে আমাদের বেঁচে থাকার অপরিহার্য উপাদান অক্সিজেন।

প্রতিবছরের মতো এবারও প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ ‘জীবন বাঁচাতে, সবুজের সাথে’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় প্রথম আলো বন্ধুসভা ভোলা গত ৯ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। করোনা মহামারির কারণে এবার নিজ নিজ বাসায় বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে ২৪০টি গাছের চারা রোপণের মাধ্যমে এই কার্যক্রমে অংশ নেন বন্ধুরা।

ভোলা বন্ধুসভার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, ‘পরিবর্তন শুরু হওয়া উচিত নিজের বাসা থেকেই। করোনা মহামারির কারণে প্রতিবছরের মতো এবার আমাদের কর্মসূচি বড় আকারে করতে না পারলেও আমরা চেষ্টা করে যাচ্ছি নিজ নিজ অবস্থান থেকেই কিছু করার।’
ভোলা বন্ধুসভার সভাপতি এম আনোয়ার হোসেন, সহসভাপতি হারুন হাওলাদার শিমুল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক এম শরিফ আহমেদ, দপ্তর সম্পাদক ফজলে আলম, বন্ধু শোহেদ হাসনাইন প্রমুখ এই কর্মসূচিতে অংশ নেন।

সাধারণ সম্পাদক, ভোলা বন্ধুসভা