‘মানোন্নয়নে সামাজিক সংগঠনের ভূমিকা’ বিষয়ে ঝালকাঠি বন্ধুসভার পাঠচক্র

ঝালকাঠি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বই পড়লে জ্ঞানের পরিধি বাড়ে। প্রতি মাসেই নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পাঠচক্র করে থাকে প্রথম আলো বন্ধুসভা ঝালকাঠি। সেই ধারাবাহিকতায় ২৪ জুন বিকেল চারটায় ঝালকাঠির স্মৃতিস্তম্ভে ‘মানোন্নয়নে সামাজিক সংগঠনের ভূমিকা’ বিষয়ের ওপর পাঠচক্র ও আলোচনা করা হয়েছে। শেষে তিনজন বন্ধুকে পুরস্কৃত করা হয়।

তৃতীয় হওয়া অন্তরা মুখার্জীর হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে
ছবি: বন্ধুসভা

সংগঠনে থেকে কীভাবে নিজের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের উন্নয়নে কাজ করা সম্ভব, এসব বিষয় তুলে ধরেন বক্তারা। তাঁরা বলেন, দেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তনে সামাজিক সংগঠনের বিকল্প নেই। সুশিক্ষিত নতুন প্রজন্ম, দায়িত্বশীল সমাজ ও নিরক্ষরমুক্ত রাষ্ট্র গঠন করাই প্রধান উদ্দেশ্য। এসব কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তরুণদের মান উন্নয়ন ও দক্ষতা বাড়ছে। গড়ে উঠছে নতুন নেতৃত্ব।
পাঠচক্র শেষে ভালো বক্তাদের মধ্য থেকে তিনজনকে বিজয়ী ঘোষণা ও তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম হয়েছেন আমিনুল ইসলাম, দ্বিতীয় রোহান বিন নাসির ও তৃতীয় অন্তরা মুখার্জী।

ডিজাইন: ঝালকাঠি বন্ধুসভা

উপস্থিত ছিলেন ঝালকাঠি বন্ধুসভার সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিথী শর্মা, অর্থ সম্পাদক সুমাইয়া রহমান, দপ্তর সম্পাদক তাহমিনা আইরিন, মুক্তিযোদ্ধা ও গবেষণাবিষয়ক সম্পাদক শাহনাজ মুনসহ অন্য বন্ধুরা।