মাদারীপুর বন্ধুসভার বৃক্ষরোপণ ও নৌবিহার

শহীদ মিনার প্রাঙ্গণে ১৫০টি চারা গাছ রোপণ করেন বন্ধুসভার সদস্যরা
ছবি: মহসিন হোসেইন

‘সোনার বাংলা সবুজ করি’ স্লোগান সামনে রেখে মাদারীপুর বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ২০ আগস্ট সকালে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের এস বি কে আদেলউদ্দিন হাওলাদার স্কুল অ্যান্ড কলেজ মাঠের শহীদ মিনার প্রাঙ্গণে ১৫০টি চারা গাছ রোপণ করেন বন্ধুসভার সদস্যরা। একই দিন বিকেলে আড়িয়াল খাঁ নদীতে বন্ধুসভার উদ্যোগে নৌবিহারের আয়োজন করা হয়।

শহীদ মিনার প্রাঙ্গণে ১৫০টি চারা গাছ রোপণ করেন বন্ধুসভার সদস্যরা
ছবি: মহসিন হোসেইন

পুরো মাদারীপুর জেলায় সবুজের বেষ্টনী গড়ে তোলার প্রত্যয়ে প্রতিবছর বর্ষা মৌসুমে এ কর্মসূচি পালন করে বন্ধুসভার সদস্যরা। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবার ব্যতিক্রম একটি আয়োজন করে বন্ধুসভা। এ বছর শহর থেকে প্রায় ২০ কিলোমিটার অদূরে এস বি কে আদেলউদ্দিন হাওলাদার স্কুল অ্যান্ড কলেজে নির্মিত দেশের ‘দ্বিতীয় বৃহত্তম’ শহীদ মিনারের চারপাশে বৃক্ষরোপণ করার উদ্যোগ নেওয়া হয়। বন্ধুসভার সদস্যরা নিজেদের অর্থায়নে নার্সারি থেকে বিভিন্ন প্রজাতির ১৫০টি ফলদ ও ঔষধি গাছের চারা সংগ্রহ করে তা নিজেরাই রোপণ করেন। পরে তাঁরা একটি ট্রলারে আড়িয়াল খাঁ নদীতে নৌবিহারের আয়োজন করেন। সেখানে বন্ধুসভার সদস্যদের মধ্যে নাচ-গান, অভিনয় ও কুইজের আয়োজন করা হয়। কুইজে তিনজন বন্ধুকে পুরস্কার দেওয়া হয়। তাঁরা হলেন আয়শা আক্তার, কামরুন্নাহার অর্মিতা ও বাঁধন খান।

শহীদ মিনার প্রাঙ্গণে ১৫০টি চারা গাছ রোপণ করেন বন্ধুসভার সদস্যরা
ছবি: মহসিন হোসেইন

মাদারীপুর বন্ধুসভার সভাপতি সোহেল রানার নেতৃত্বে জেলার বৃহত্তম শহীদ মিনার প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুদ্দিন গিয়াস। এ সময় উপস্থিত ছিলেন এস বি কে আদেলউদ্দিন হাওলাদার স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও শিরখাড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদার, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. ফিরোজ হোসেন, সহকারী অধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রথম আলোর প্রতিনিধি অজয় কুণ্ডু, বন্ধুসভার উপদেষ্টা চিকিৎসক অখিল সরকার, রিয়াজুল ইসলাম, আশিফ শাহরিয়ার, মাদারীপুর বন্ধুসভার সহসভাপতি কুমার লাভলু, সাধারণ সম্পাদক সুবর্ণা হাই হিরা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত আকন, সাংগঠনিক সম্পাদক সম্রাট নোমান, উপসাংগঠনিক সম্পাদক মো. সৈকত হোসেইন, দপ্তর সম্পাদক মাহামুদুল হাসান, নারীবিষয়ক সম্পাদক লিজা আক্তার, পাঠচক্রবিষয়ক সম্পাদক পূজা সরকার, সাহিত্য সম্পাদক আজগর হাওলাদার, সমাজকল্যাণ সম্পাদক সোহাগ হোসেন, ক্রীড়া সম্পাদক বি এম রাসেল, মানবসম্পদবিষয়ক সম্পাদক বাঁধন খান প্রমুখ।

শহীদ মিনার প্রাঙ্গণে ১৫০টি চারা গাছ রোপণ করেন বন্ধুসভার সদস্যরা
ছবি: মহসিন হোসেইন

এ ছাড়া কার্যকরী সদস্য আয়শা আক্তার, সিমান্ত সরকার, মিরাজ সরদার, এইচ এম হাবিবুর রহমান, সোনিয়া আক্তার, জামাল হোসেন, মহাসিন হোসেন, ইরান শিকদার, কামরুন্নাহারসহ আরও অনেকে কর্মসূচিতে অংশ নেন। তবে নৌবিহারে শুধু বন্ধুসভার সদস্য ও তিনজন উপদেষ্টা অংশ নেন।

শহীদ মিনার প্রাঙ্গণে ১৫০টি চারা গাছ রোপণ করেন বন্ধুসভার সদস্যরা
ছবি: মহসিন হোসেইন

কর্মসূচি সম্পর্কে মাদারীপুর বন্ধুসভার সভাপতি সোহেল রানা বলেন, ‘বৃক্ষ আমাদের জীবনের অংশ। জীবন বাঁচাতে হলে আমাদের চারপাশকে সবুজায়ন করে তুলতে হবে। এই চিন্তাধারা থেকেই মাদারীপুর বন্ধুসভার সদস্যরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন। চলতি বছর বর্ষার মৌসুমে এই স্কুল থেকে আমাদের কাজের উদ্বোধন হলো। এখানে আমরা দেড় শ চারা গাছ রোপণ করেছি। বর্ষা মৌসুমজুড়ে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।’

আড়িয়াল খাঁ নদীতে বন্ধুসভার উদ্যোগে নৌবিহারের আয়োজন করা হয়
ছবি: মহসিন হোসেইন

বন্ধুসভার সদস্যদের সঙ্গে আনন্দমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে ইউএনও সাইফুদ্দিন গিয়াস বলেন, ‘প্রতিটি দেশের যে ভূখণ্ড আছে, তার ২৫ শতাংশ ভূমিতে বনভূমি থাকা দরকার। বাংলাদেশের ভূখণ্ডে মাত্র ১৭ শতাংশ জমিতে বনভূমি আছে। এ কারণে আমাদের জলবায়ু পরিবর্তিত হচ্ছে। জলবায়ুর পরিবর্তন রোধ করতে আমাদের প্রতিবছর বেশি করে গাছ লাগানো দরকার। সরকারের সঙ্গে বন্ধুসভার সদস্যরা সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন, যা খুবই আনন্দের।’

আড়িয়াল খাঁ নদীতে বন্ধুসভার উদ্যোগে নৌবিহারের আয়োজন করা হয়
ছবি: মহসিন হোসেইন

জেলার বৃহত্তম শহীদ মিনার প্রাঙ্গণে বৃক্ষরোপণ করায় বন্ধুসভার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এস বি কে আদেলউদ্দিন হাওলাদার স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও শিরখাড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদার। তিনি বলেন, ‘প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছ লাগানো বিশেষ প্রয়োজন। যে কাজটি আমাদের প্রতিষ্ঠানে বন্ধুসভার সদস্যরা করেছেন।’

সাংগঠনিক সম্পাদক, মাদারীপুর বন্ধুসভা