মাদারীপুর বন্ধুসভার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে জ্যৈষ্ঠের ফল

সুবিধাবঞ্চিত দেড় শতাধিক শিশুর হাতে জ্যৈষ্ঠের মৌসুমি ফল তুলে দিয়েছেন মাদারীপুর বন্ধুসভার সদস্যরা
ছবি: মহসিন হোসেইন

সুবিধাবঞ্চিত দেড় শতাধিক শিশুর হাতে জ্যৈষ্ঠের মৌসুমি ফল পৌঁছে দিয়েছে মাদারীপুর বন্ধুসভা। ১১ জুন শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলা শহরের ৬টি স্থানে এ কর্মসূচি পালন করা হয়।

সুবিধাবঞ্চিত দেড় শতাধিক শিশুর হাতে জ্যৈষ্ঠের মৌসুমি ফল তুলে দিয়েছেন মাদারীপুর বন্ধুসভার সদস্যরা
ছবি: মহসিন হোসেইন

বন্ধুসভার সদস্যরা জানান, চলতি ফল মৌসুমে দাম বেশি হওয়ায় সুবিধাবঞ্চিত শিশুরা ফল খাওয়া থেকে বঞ্চিত হয়। তাই এসব সুবিধাবঞ্চিত শিশুর মুখে হাসি ফোটাতে মাদারীপুর বন্ধুসভার বন্ধুদের নিজস্ব অর্থায়নে কেনা হয় আম, লিচু, পেয়ারা ও কলা। পরে জেলা সদরের দুধখালী ইউনিয়নের ওআইসি পল্লি, মস্তফাপুর, ঘটেকচর, আমগ্রাম ব্রিজ, শকুনি লেকপাড়সহ জেলার ছয়টি স্থানে ঘুরে ঘুরে প্রতিটি সুবিধাবঞ্চিত শিশুর হাতে তুলে দেওয়া হয় ৩টি আম, ১০টি লিচু, ২টি কলা ও ১টি পেয়ারা।

সুবিধাবঞ্চিত দেড় শতাধিক শিশুর হাতে জ্যৈষ্ঠের মৌসুমি ফল তুলে দিয়েছেন মাদারীপুর বন্ধুসভার সদস্যরা
ছবি: মহসিন হোসেইন

ওআইসি পল্লিতে জ্যৈষ্ঠের ফল হাতে পেয়ে খুশি হয়ে বাবাহারা ছয় বছরের শিশু সামিয়া বলে, ‘এ বছর আম, লিচু খাই নাই। আম্মায় কামে যায় না, অসুস্থ। ঘর থিকা বাহিরে আহে না। আমি এই ফলগুলা আম্মার কাছে লইয়া দিমু। ঘরে গিয়া আমি আর আম্মায় একসঙ্গে ফল খামু।’

সুবিধাবঞ্চিত দেড় শতাধিক শিশুর হাতে জ্যৈষ্ঠের মৌসুমি ফল তুলে দিয়েছেন মাদারীপুর বন্ধুসভার সদস্যরা
ছবি: মহসিন হোসেইন

ঘটেকচর এলাকার বেদে পল্লির ২০টি ঘরে সুবিধাবঞ্চিত অন্তত ৩০টি শিশু আছে। তাদের হাতেও একইভাবে ফল পৌঁছে দেন বন্ধুসভার বন্ধুরা। এই পল্লিতে বসবাস করা জুঁই বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ। সাপ খেলাখুলা দেখিয়ে কোনো রকম চলতাছে। দুই ছেলে এক মাইয়া লইয়া খুব কষ্ট হয়। ওদের তিন বেলা ঠিকমতো খাওন দিতে পারি না। ফল কিনে দিব কোথা থিকে। ওগের হাতে আম্মেরা ফল আইনা দিছেন, তাতেই আমরা খুশি।’

সুবিধাবঞ্চিত দেড় শতাধিক শিশুর হাতে জ্যৈষ্ঠের মৌসুমি ফল তুলে দিয়েছেন মাদারীপুর বন্ধুসভার সদস্যরা
ছবি: মহসিন হোসেইন

মাদারীপুর বন্ধুসভার সভাপতি সোহেল রানার নেতৃত্বে এই কর্মসূচিতে অংশ নেন মাদারীপুর বন্ধুসভার উপদেষ্টা চিকিৎসক অখিল সরকার, মোহসিন খান, সাধারণ সম্পাদক সুর্বণা হাই হিরা, নারীবিষয়ক সম্পাদক লিজা আক্তার, পাঠচক্রবিষয়ক সম্পাদক পূজা সরকার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আল শাহারিয়াত করিম, সাহিত্য সম্পাদক আজগর হাওলাদার, সমাজকল্যাণ সম্পাদক সোহাগ সরদার, কার্যকরী সদস্য হাবিবুর রহমান, মেহেদী হাসান, আয়শা সিদ্দিকা, আসমা আক্তার, সিমান্ত সরকার, সোনিয়া আক্তার, মহসিন হোসেইন প্রমুখ।

সুবিধাবঞ্চিত দেড় শতাধিক শিশুর হাতে জ্যৈষ্ঠের মৌসুমি ফল তুলে দিয়েছেন মাদারীপুর বন্ধুসভার সদস্যরা
ছবি: মহসিন হোসেইন