মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে নোয়াখালী বন্ধুসভার সাইকেলভ্রমণ

বন্ধুরা সাইকেলে নিয়ে পাড়ি দেন প্রায় ৬০ কিলোমিটার পথ
ছবি: মাসুম বিল্ল্যাহ সিফাত ও আসিফ আহমেদ

২৮ জানুয়ারি কনকনে শীতের সকাল। তখনো কুয়াশায় চারদিক ছেয়ে আছে। দিনের প্রথম আলো একটু একটু করে উঁকি দিচ্ছে সবে। এ অবস্থায় সকাল সাড়ে ছয়টায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাইকেল সঙ্গে নিয়ে উপস্থিত হন নোয়াখালী বন্ধুসভার বন্ধুরা। উদ্দেশ্য, মাইজদী টাউন হল মোড় থেকে হাতিয়া চেয়ারম্যানঘাট অবধি সাইকেলভ্রমণ।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী বন্ধুসভার সভাপতি মহিউদ্দিন রাতুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ হোসেন দোলন, বন্ধু মারুফ, কামরুল ও সংগীত।

মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে নোয়াখালী বন্ধুসভার অভিনব এ ভ্রমণের আয়োজন। মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করার লক্ষ্যে মানুষকে সচেতন করতে নোয়াখালী বন্ধুসভার বন্ধুরা সাইকেলে নিয়ে পাড়ি দেন প্রায় ৬০ কিলোমিটার পথ। এ সময় বন্ধুদের সঙ্গে ছিল মাদকবিরোধী প্ল্যাকার্ড এবং মাথায় ছিল লাল–সবুজের পতাকা।

বন্ধুদের সঙ্গে ছিল মাদকবিরোধী প্ল্যাকার্ড এবং মাথায় ছিল লাল–সবুজের পতাকা
ছবি: মাসুম বিল্ল্যাহ সিফাত ও আসিফ আহমেদ

সকাল সাতটায় নোয়াখালী প্রথম আলো কার্যালয়ের সামনে মাইজদী টাউন হল মোড় থেকে ‘মাদককে না বলুন’ বার্তা সবার মধ্যে পৌঁছে দিতে সাইকেলে চড়ে যাত্রা শুরু করেন বন্ধুরা। যাত্রাপথে বিতরণ করেন মাদকবিরোধী লিফলেট। সোনাপুর জিরো পয়েন্ট হয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেরিয়ে বন্ধুরা সকাল ৯টায় পৌঁছান সুবর্ণ চর উপজেলায়। সেখানে থেকে ভ্রমণ দলে যুক্ত হন নোয়াখালী বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্ল্যাহ সিফাত। সুবর্ণ চর থেকে যাত্রা শুরু করে দুপুর সাড়ে ১২টায় বন্ধুরা পৌঁছান মেঘনার পাড়ে হাতিয়া চেয়ারম্যানঘাটে। দীর্ঘ এই বন্ধুর পথ সাইকেলে পাড়ি দিতে পেরে বন্ধুরা দারুণ উচ্ছ্বসিত।

এই বন্ধুর পথ সাইকেলে পাড়ি দিতে পেরে বন্ধুরা দারুণ উচ্ছ্বসিত
ছবি: মাসুম বিল্ল্যাহ সিফাত ও আসিফ আহমেদ

যাত্রাপথে বিভিন্ন জায়গায় মানুষের কাছে মাদকবিরোধী লিফলেট বিতরণ করেন বন্ধুরা। মাদকমুক্ত সমাজ গড়ার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। ভ্রমণ শেষে বিকেল চারটায় হাতিয়া থেকে ফের মাইজদীর উদ্দেশে যাত্রা করেন সবাই। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এলে বন্ধুরা জেলা শহর মাইজদী এসে পৌঁছান। সেখান থেকে যে যার বাড়ি ফেরার পথ ধরেন।

যুগ্ম সাধারণ সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা

যাত্রাপথে মাদকবিরোধী লিফলেট বিতরণ করেন বন্ধুরা
ছবি: মাসুম বিল্ল্যাহ সিফাত ও আসিফ আহমেদ