মাদকের বিরুদ্ধে প্রীতি ফুটবল ম্যাচ

ম্যাচ শুরুর পূর্বে দুই দলের খেলোয়াড়রা
ছবি: বন্ধুসভা

‘সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া মাদক থেকে মুক্তির জন্য খেলাকে যুবসমাজের মধ্যে আরও বেশি ছড়িয়ে দেওয়া নিশ্চিত করতে হবে। দিন দিন খেলার প্রতি অনাগ্রহ যুবসমাজকে যেমন মানসিকভাবে অস্থির করে তুলছে, তেমনি তাঁরা অন্য সব বিষয় থেকেও পিছিয়ে পড়ছে। তাই আমাদের মধ্যে বেশি বেশি ক্রীড়া চর্চা প্রয়োজন।’ কথাগুলো ঝিনাইদহ বন্ধুসভার উপদেষ্টা হাবিবুর রহমানের।

বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে
ছবি: বন্ধুসভা

‘মাদককে না বলুন, খেলাকে হ্যাঁ বলুন’ প্রতিপাদ্যে ১ জুলাই ঝিনাইদহের পানি উন্নয়ন বোর্ড মাঠে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করে ঝিনাইদহ বন্ধুসভা। ম্যাচ শেষে উপস্থিত সবার উদ্দেশে কথাগুলো বলেছেন হাবিবুর রহমান। খেলায় ‍তিনি রেফারির দায়িত্ব পালন করেন।

খেলার একটি মুহূর্ত
ছবি: বন্ধুসভা

ম্যাচে প্রতিপক্ষ হয়ে একে অপরের বিপক্ষে খেলেন বন্ধুরা। একটি দলে খেলেন কমিটির সদস্যরা ও অন্যটিতে কেবল সাধারণ সদস্য। বিজয়ী হয়েছেন সাধারণ সদস্যরা। এদিন খেলা উপলক্ষে সবার মধ্যে ছিল উচ্ছ্বাস, যেন নতুন-পুরোনো বন্ধুদের মিলনমেলা। নারী বন্ধুরাও খেলা উপভোগ করেছেন।

দুই অধিনায়কের শুভেচ্ছা বিনিময়
ছবি: বন্ধুসভা

বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে একটি ট্রফি তুলে দেওয়া হয়। ম্যাচের আহ্বায়ক ফিরোজ হোসেন বলেন, সব অসুন্দরের বিপরীতে আলোর পথে ডাকা হলো বন্ধুসভার কাজ। এ ধরনের মহৎ কাজ বন্ধুসভা চলমান রাখবে।
সভাপতি আবু রেজা বলেন, ফেসবুকে বুঁদ হয়ে থাকা তরুণ, মাদকের ঘোরে থাকা যুবক ও অপসংস্কৃতির বেড়াজালে আটকে থাকা কিশোর বন্ধুদের সুস্থ বিনোদনের জন্য প্রতিটি মহল্লায় খেলাধুলার চর্চা বাড়াতে হবে।

খেলোয়াড় ও অতিথিরা
ছবি: বন্ধুসভা

ম্যাচ শেষে আরও বক্তব্য দেন উপদেষ্টা আনোয়ার পারভেজ, নাজমুল আলম, কবি রবিউল ইসলাম, আবৃত্তিকার শাহনেওয়াজ আলম ও সাধারণ সম্পাদক অতনু বিশ্বাস।

প্রচার সম্পাদক, প্রথম আলো বন্ধুসভা ঝিনাইদহ