ভোলা বন্ধুসভার পাঠচক্রে ‘আরেক ফাল্গুন’

পাঠচক্রে জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ বইটি নিয়ে আলোচনা করা হয়
ছবি: সংগৃহীত

শুরু হয়েছে চেতনা, গৌরব, আত্মত্যাগ ও ভাষার মাস ফেব্রুয়ারি। ২ ফেব্রুয়ারি মঙ্গলবার ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বছরের প্রথম পাঠচক্রে বসে ভোলা বন্ধুসভা। পাঠচক্রে জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ বইটি নিয়ে আলোচনা করা হয়।

পাঠচক্র সম্পাদক মো. হাসানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সভাপতি এম আনোয়ার হোসেন, সহসভাপতি ইয়ারুল আলম হেলাল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আরিয়ান আরিফ, দপ্তর সম্পাদক ফজলে আলম কিসলু, প্রচার সম্পাদক মো. রাশেদ, অনুষ্ঠান সম্পাদক মো. মিরাজ হোসেন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মো. আবু জাফর, নতুন সদস্য সেলিম ও মো. শুভ।

পাঠচক্র শেষে সব বন্ধুর মনে যা অনুভূত হয়, সেটা হলো দেশের প্রতি ভালোবাসা। বন্ধুরা উপলব্ধি করেন, মাতৃভাষার প্রতি কতটা শ্রদ্ধা আর ভালোবাসা থাকলে মানুষ ভাষার জন্য জীবন দেন। পাঠচক্রে বন্ধুরা যাঁর যাঁর স্থান থেকে দেশের এবং মানুষের মঙ্গলের জন্য কাজ করার শপথ নেন। পাঠচক্রটি বায়ান্নর ভাষাশহীদদের উৎসর্গ করা হয়।

সাংগঠনিক সম্পাদক, ভোলা বন্ধুসভা