ভৈরব বন্ধুসভায় ‘কালাপাহাড়’ গল্পের জমজমাট পাঠচক্র

ভৈরব বন্ধুসভায় ‘কালাপাহাড়’ গল্পের জমজমাট পাঠচক্র
ছবি: সংগৃহীত

বাংলা সাহিত্যে মানুষ ও পশুর সম্পর্ক নিয়ে বেশ কিছু সুন্দর গল্প রয়েছে। এ রকমই একটি গল্প হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কালাপাহাড়’। ২৭ সেপ্টেম্বর সোমবার ‘কালাপাহাড়’ গল্পের ওপর পাঠচক্রের আসর বসে প্রথম আলোর ভৈরব আঞ্চলিক অফিসে।

পাঠচক্রের শুরুতে লেখক পরিচিতি নিয়ে আলোচনা করেন পাঠচক্র সম্পাদক রিফাত হোসেন ও নতুন বন্ধু ইফতেখার হোসেন। ‘কালাপাহাড়’ গল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, ভৈরব বন্ধুসভার উপদেষ্টা সুমাইয়া হামিদ ও সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা।

ভৈরব বন্ধুসভায় ‘কালাপাহাড়’ গল্পের জমজমাট পাঠচক্র
ছবি: সংগৃহীত

‘কালাপাহাড়’ গল্পে লেখক ঘৃণা-লজ্জাহীন জৈব আসক্তির এক নতুন স্তর আবিষ্কার করেছেন। গল্পে কালাপাহাড় হলো অবস্থাসম্পন্ন চাষি রংলালের প্রিয় মহিষের নাম। বাধ্য হয়েই যাকে রংলাল এক পাইকারের কাছে বিক্রয় করে দেয়।

গল্পের উপসংহার যেমন নাটকীয়, তেমনি চমকপ্রদ। লেখক এই সখ্যবন্ধনের গ্রন্থিমোচন করতে গিয়ে একেবারে কালাপাহাড়ের চেতনায় অনুবিষ্ট হয়ে গেছেন।

ভৈরব বন্ধুসভায় ‘কালাপাহাড়’ গল্পের জমজমাট পাঠচক্র
ছবি: সংগৃহীত

প্রতিবারের মতো এবারও বন্ধুদের অংশগ্রহণে খুব সুন্দরভাবে পাঠচক্র সম্পাদিত হয়েছে। পাঠচক্রে উপস্থিত ছিলেন উপদেষ্টা মফিজুল ইসলাম ও জনি আলম, সাবেক সহসভাপতি মেহেরুন সুমি, সাংগঠনিক সম্পাদক সানজিদা সিদ্দিকা, সাবেক পাঠাগার সম্পাদক রাসেল রাজ প্রমুখ।

অনলাইননির্ভর পাঠচক্রটির সার্বিক পরিচালনায় ছিলেন সহসভাপতি নাহিদ হোসাইন ও উপসাংগঠনিক সম্পাদক মানিক। পাঠচক্রটি ভৈরব বন্ধুসভার ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

পাঠচক্র সম্পাদক, ভৈরব বন্ধুসভা