ভৈরব বন্ধুসভার বই বিনিময় কর্মসূচি

কর্মসূচিতে বন্ধুরা তাদের নিজেদের পঠিত বইগুলো একজন আরেকজনের সঙ্গে বিনিময় করেছেনছবি: সংগৃহীত

প্রথম আলোর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের বন্ধুদের জন্য বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্দেশনা ছিল ‘একটি করে ভালো কাজ’ করার।

কর্মসূচিতে বন্ধুরা তাদের নিজেদের পঠিত বইগুলো একজন আরেকজনের সঙ্গে বিনিময় করেছেন
ছবি: সংগৃহীত

তারই ধারাবাহিকতায় ভৈরব বন্ধুসভা ১০ নভেম্বর স্থানীয় নুরুন নাহার বিদ্যানিকেতনে একটি বই বিনিময় কর্মসূচি বাস্তবায়ন করেছে। এ কর্মসূচিতে বন্ধুরা তাদের নিজেদের পঠিত বইগুলো একজন আরেকজনের সঙ্গে বিনিময় করেছেন, যাতে বন্ধুদের নিজেদের না পড়া বইটি অন্য আরেকজন বন্ধুর সহযোগিতায় পড়ার সুযোগ হয়।

কর্মসূচিতে বন্ধুরা তাদের নিজেদের পঠিত বইগুলো একজন আরেকজনের সঙ্গে বিনিময় করেছেন
ছবি: সংগৃহীত

ওই আয়োজনে উপস্থিত ছিলেন ভৈরব বন্ধুসভার উপদেষ্টা আলাল উদ্দিন, উপদেষ্টা জনি আলম, সভাপতি আসাদুজ্জামান সোহেল, সহসভাপতি ইকরাম বখ্শ, সাধারণ সম্পাদক আল আমিন তুষার, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া হামিদ, নারী সম্পাদক আফিসা আলি ও ভৈরব বন্ধুসভার বেশ কয়েকজন বন্ধু। ওই আয়োজনে বন্ধুরা তাঁদের নিজেদের অনুভূতির কথা শেয়ার করেছেন।

আল আমিন তুষার: সাধারণ সম্পাদক, ভৈরব বন্ধুসভা