ভৈরব বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্রের ‘মহেশ’

ভৈরব বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্রের ‘মহেশ’
ছবি: সংগৃহীত

শরৎচন্দ্রের অবিস্মরণীয় একটি রচনা ‘মহেশ’। এটি সামন্তবাদবিরোধী একটি ছোটগল্প। ১৭ সেপ্টেম্বর শুক্রবার ‘মহেশ’ গল্পের ওপর পাঠচক্রের আসর বসে প্রথম আলোর ভৈরব আঞ্চলিক অফিসে। আলোচনার শুরুতে লেখক পরিচিতি নিয়ে আলোচনা করেন ভৈরব বন্ধুসভার উপদেষ্টা সুমাইয়া হামিদ। ‘মহেশ’ গল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ফ্রমি হক, পাঠাগার সম্পাদক মহিমা মেধা ও পাঠচক্র সম্পাদক রিফাত হোসেন।

ভৈরব বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্রের ‘মহেশ’
ছবি: সংগৃহীত

শব্দশৈলীর চমৎকার গাঁথুনি আর বাক্যের দারুণ বিন্যাসে ‘মহেশ’ গল্পে ফুটে উঠেছে এক অবলা জীবের প্রতি গরিব কৃষক গফুরের অকৃত্রিম ভালোবাসা। অপর দিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সমাজের একশ্রেণির জমিদারের হাতে গরিব কৃষকের শোষিত হওয়ার করুণ চিত্র। এমন অসহায় ও হতদরিদ্র গফুররা এখনো কি আমাদের সমাজে আছেন? এ প্রসঙ্গে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা পাঠচক্রে তাঁর লেখা বেশ কিছু প্রতিবেদনের স্মৃতিচারণ করেন, যার মাধ্যমে আমরা বর্তমান সমাজের গফুরদের সম্পর্কে জানতে পারি।

ভৈরব বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্রের ‘মহেশ’
ছবি: সংগৃহীত

নতুন ও পুরোনো বন্ধুদের অংশগ্রহণের মাধ্যমে পাঠচক্রটি খুব সুন্দরভাবে সম্পাদিত হয়। পাঠচক্রে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসাদুজ্জামান সোহেল, সভাপতি ইকরাম বখশ, সহসভাপতি আল আমিন তুষার, সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা, সাহিত্য সম্পাদক জান্নাতুল মিশু, ক্রীড়া সম্পাদক রাজন প্রমুখ।

ভৈরব বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্রের ‘মহেশ’
ছবি: সংগৃহীত

অনলাইননির্ভর পাঠচক্রটির সার্বিক পরিচালনায় ছিলেন সহসভাপতি নাহিদ হোসাইন ও উপসাংগঠনিক সম্পাদক মানিক। পাঠচক্রটি ভৈরব বন্ধুসভার ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

পাঠচক্র সম্পাদক, ভৈরব বন্ধুসভা