ভৈরব বন্ধুসভার পাঠচক্রে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক

ভৈরব বন্ধুসভার ফেসবুক পেজ থেকে পাঠচক্রটি সরাসরি সম্প্রচার করা হয়
ছবি: মানিক আহমেদ

‘প্রাগৈতিহাসিক’ মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘ছোটগল্প’ সংকলনের প্রথম গল্প। এটি তাঁর অন্যতম শ্রেষ্ঠ গল্প। গল্পের প্রধান চরিত্র ভিখু। সে ডাকাত। ডাকাতি তাঁর পেশা হলেও নারীসঙ্গ লাভ তাঁর নেশা।
গল্পে ভিখুকে বর্ণনা করতে লেখক বলেছেন, ‘পৃথিবীর যত খাদ্য ও যত নারী আছে, একা সব দখল করিতে না পারিলে তাহার তৃপ্তি হইবে না।’

বন্ধুদের অংশগ্রহণে খুব সুন্দরভাবে পাঠচক্র সম্পাদিত হয়
ছবি: মানিক আহমেদ

২ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত ভৈরব বন্ধুসভার পাঠচক্রে ‘প্রাগৈতিহাসিক’ গল্পের ওপর আলোচনায় অংশ নেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, পরিবেশবিষয়ক সম্পাদক তাবাসসুম কায়সার জেরিন, বিজ্ঞানবিষয়ক সম্পাদক নাফিস রহমান প্রমুখ।

প্রতিবারের মতো এবারও বন্ধুদের অংশগ্রহণে খুব সুন্দরভাবে পাঠচক্র সম্পাদিত হয়েছে। পাঠচক্রে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম ও সুমাইয়া হামিদ, সভাপতি ইকরাম বখশ, সাবেক সহসভাপতি মাহমুদা সুমি, সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা, উপসাংগঠনিক সম্পাদক মানিক আহমেদ, পাঠাগার সম্পাদক মহিমা মেধা, ক্রীড়া সম্পাদক রাজন আহমেদসহ বেশ কিছু নতুন বন্ধু।

বন্ধুদের অংশগ্রহণে খুব সুন্দরভাবে পাঠচক্র সম্পাদিত হয়
ছবি: মানিক আহমেদ

আলোচকেরা বলেন, নিজের চাহিদা পূরণে মানুষ কতটা নিচু হতে পারে, তা ভিখু চরিত্রের মাধ্যমে উঠে এসেছে। পাঠক ভিখুকে তাঁর চরিত্রের জন্যে মনে রাখবে, ঘৃণা করবে। বর্তমান সমাজেও ভিখুরূপী ভদ্রতার মুখোশ পরা মানুষ বিদ্যমান। মাঝেমধ্যে তো মনে হয়, তাঁরা ভিখুর চেয়ে বেশি ভয়ানক।
সহসভাপতি নাহিদ হোসাইনের পরিচালনায় ভৈরব বন্ধুসভার ফেসবুক পেজ থেকে পাঠচক্রটি সরাসরি সম্প্রচার করা হয়।

পাঠচক্র সম্পাদক, ভৈরব বন্ধুসভা