ভৈরব বন্ধুসভার পাঠচক্রে ‘একরাত্রি’

ভৈরব বন্ধুসভার পাঠচক্রে ‘একরাত্রি’
ছবি: নাহিদ হোসাইন

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘একরাত্রি’ গল্পের ওপর বছরের ১২তম পাঠচক্র করেছে ভৈরব বন্ধুসভা। ৬ ডিসেম্বর প্রথম আলো ভৈরব আঞ্চলিক অফিসে এই পাঠচক্রের আসর বসে। নোয়াখালীর ছোট শহরে অবস্থিত এক এন্ট্রান্স স্কুলের সেকেন্ড মাস্টারের নিভৃত জীবনের দীর্ঘশ্বাস উত্তম পুরুষে বর্ণীত হয়েছে ‘একরাত্রি’ গল্পে।

ভৈরব বন্ধুসভার পাঠচক্রে ‘একরাত্রি’
ছবি: নাহিদ হোসাইন

পাঠের আসরের সূচনা পর্বে লেখক পরিচিতি নিয়ে আলোচনা করেন সাধারণ সম্পাদক প্রিয়াংকা। ‘একরাত্রি’ গল্পের পটভূমি, বিশ্লেষণ নিয়ে আলোচনায় যুক্ত হন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, উপদেষ্টা সুমাইয়া হামিদ, আসাদুজ্জামান সোহেল ও সভাপতি ইকরাম বখশ।

ভৈরব বন্ধুসভার পাঠচক্রে ‘একরাত্রি’
ছবি: নাহিদ হোসাইন

‘একরাত্রি’ গল্পে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাই একটি নিটোল প্রেমের কাহিনি। পাঠের আসরটি ভৈরব বন্ধুসভার পেজ থেকে লাইভ সম্প্রচার করা হয়। লাইভে যুক্ত হন অসংখ্য গ্রন্থপ্রেমী।

পাঠচক্র সম্পাদক, ভৈরব বন্ধুসভা।

ভৈরব বন্ধুসভার পাঠচক্রে ‘একরাত্রি’
ছবি: নাহিদ হোসাইন