ভৈরব বন্ধুসভার অনলাইন পাঠচক্রে রবীন্দ্রনাথের ‘পোস্টমাস্টার’

রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১—৭ আগস্ট ১৯৪১)
প্রতিকৃতি: মাসুক হেলাল

গত শুক্রবার রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প ‘পোস্টমাস্টার’ নিয়ে ভৈরব বন্ধুসভার অনলাইন পাঠচক্র অনুষ্ঠিত হয়।

ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা

নিতান্তই সহজ সরল,

সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি

তারি দু-চারিটি অশ্রুজল।

নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘনঘটা,

নাহি তত্ত্ব নাহি উপদেশ।

অন্তরে অতৃপ্তি র’বে, সাঙ্গ করি’ মনে হবে

শেষ হয়ে হইল না শেষ।

আসলে তা–ই, ছোটগল্প যতবার পড়ি মনে হয় শেষ হয়েও যেন শেষ হয়নি, কিছু একটা বাকি রয়েই গেল। এবার ভৈরব বন্ধুসভার পাঠচক্রের বিষয় ‘পোস্টমাস্টার’ ছিল তেমনি একটি গল্প। গ্রামীণ পরিবেশে বর্ষাকালকে ফুটিয়ে তোলা হয়েছে গল্পজুড়ে, গল্পটিতে প্রকৃতি কেবল স্থানিক ও ভৌগোলিক পরিচয় বহন করেনি, গল্পের প্রধান দুটি চরিত্রের আবেগকেও নিয়ন্ত্রিত করেছে।

পাঠচক্রের মূল আলোচনায় অংশ নেন ভৈরব বন্ধুসভার উপদেষ্টা সুমন মোল্লা, সভাপতি আসাদুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক আল আমিন তুষার ও সাংগঠনিক সম্পাদক সুমাইয়া হামিদ।