ভৈরব বইমেলায় সেরা স্টলের পুরস্কার পেল বন্ধুসভা

ভৈরব বইমেলায় সেরা স্টলের পুরস্কার পেল বন্ধুসভা
ছবি: নাহিদ হোসাইন

ভৈরবে অনুষ্ঠিত হয়ে গেল সাত দিনব্যাপী অমর একুশে বইমেলা। গত ২০ থেকে ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভৈরব বইমেলা এবার ২৫ বছরে পদার্পণ করেছে। গৌরবের রজতজয়ন্তী উপলক্ষে সপ্তাহব্যাপী মেলা প্রাঙ্গণ ছিল দর্শকদের পদচারণে মুখর। ২০ ফেব্রুয়ারি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান।

একুশে বইমেলায় ‘ভৈরব বন্ধুসভা বইঘর’ নামের একটি স্টল দেয় ভৈরব বন্ধুসভা। ২৩টি স্টলের মধ্যে ভৈরব বন্ধুসভা প্রথম স্থান অর্জন করে সেরা স্টল হয়। অতিথির কাছ থেকে সেরা স্টলের ক্রেস্ট গ্রহণের সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার সভাপতি সুমাইয়া হামিদ, সাধারণ সম্পাদক ছিদরাতুল রশিদ পিয়াল, বইমেলা সম্পাদক মহিমা মেধা, অর্থ সম্পাদক এরফান হোসেন রাজন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আরিফিন গণি অর্ণব, রাসেল রাজ প্রমুখ।

উপদেষ্টা ওয়াহিদা আমিন বলেন, ২০১৭ সাল থেকে বন্ধুসভা সেরা স্টল হয়ে আসছে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখায় ভৈরবের বন্ধুদের অভিনন্দন। উপসাংগঠনিক সম্পাদক মানিক আহমেদ বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘আমাদের সবার পরিশ্রম সফল হয়েছে, আমরা পেরেছি।’

ভৈরব বইমেলায় সেরা স্টলের পুরস্কার পেল বন্ধুসভা
ছবি: নাহিদ হোসাইন

বইয়ের মান, স্টল সজ্জা ও শৃঙ্খলা—সব দিক বিবেচনা করে সেরা স্টল বিবেচনা করে বইমেলা কর্তৃপক্ষ। এবার আনিসুল হক, জাফর ইকবাল, হুমায়ূন আহমেদসহ ভৈরবের বেশ কয়েকজন লেখকের বই বেশ ভালো বিক্রি হয়েছে।

ভৈরব বইমেলায় সেরা স্টলের পুরস্কার পেল বন্ধুসভা
ছবি: নাহিদ হোসাইন

প্রতিদিন মঞ্চে বিভিন্ন প্রতিযোগিতা ও মঞ্চনাটকের আয়োজন করা হয়। ভৈরব বন্ধুসভা সাত ভাই চম্পা নাটক মঞ্চায়ন করে সবার ভূয়সী প্রশংসা অর্জন করে। ভৈরব সরকারি কেবি পাইলট মডেল হাইস্কুল মাঠে বইমেলার মঞ্চে গত ২১ ফেব্রুয়ারি রাত ৯টায় নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটির গবেষণা ও শিল্প নির্দেশনায় ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা। নাট্যরূপ ও নির্দেশনা দেন সভাপতি সুমাইয়া হামিদ। সাত ভাই চম্পা ছিল ভৈরব বন্ধুসভার তৃতীয় মঞ্চনাটক। এর আগে মহুয়া ও চন্দ্রাবতী গীতিনাট্যও বেশ দর্শকনন্দিত হয়।

ভৈরব বইমেলায় সেরা স্টলের পুরস্কার পেল বন্ধুসভা
ছবি: নাহিদ হোসাইন