ভেরিফায়েড হলো প্রথম আলো বন্ধুসভার ফেসবুক পেজ

গতকাল বুধবার বিকেলে ভেরিফিকেশন বা ‘ব্লু ব্যাজ’ পায় বন্ধুসভার ফেসবুক পেজ
সংগৃহীত

ভেরিফায়েড হলো প্রথম আলো বন্ধুসভার অফিশিয়াল ফেসবুক পেজ। ২০১১ সালের ২৪ নভেম্বর খোলা এ পেজ প্রায় নয় বছর পর ফেসবুকের কাছ থেকে আনুষ্ঠানিক এ স্বীকৃতি পেল। গতকাল বুধবার বিজয়ের মাসের দ্বিতীয় দিন বিকেলে ভেরিফিকেশন বা ‘ব্লু ব্যাজ’ পায় বন্ধুসভার ফেসবুক পেজ।

ফেসবুকে বন্ধুসভার এই স্বীকৃত পেজ ছাড়াও কয়েকটি ফেক অ্যাকাউন্ট রয়েছে। এখন থেকে আসল পেজটি চিনতে আর কোনো সমস্যা রইল না।
মুমিত আল রশিদ, প্রথম আলো বন্ধুসভার সভাপতি

প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি মুমিত আল রশিদ বলেন, ‘ফেসবুকে বন্ধুসভার এই স্বীকৃত পেজ ছাড়াও কয়েকটি ফেক অ্যাকাউন্ট রয়েছে। এখন থেকে আসল পেজটি চিনতে আর কোনো সমস্যা রইল না। পেজটি ভেরিফাই করার পেছনে কাজ করায় প্রথম আলো ডিজিটাল বিজনেসের প্রধান জাবেদ সুলতানের প্রতি আমরা কৃতজ্ঞ।’

বন্ধুসভা জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক মৌসুমী মৌ বলেন, ‘শুরু থেকে বন্ধুসভার এই পেজের অ্যাডমিন ও ফলোয়ার হিসেবে যাঁরা অবদান রেখেছেন, আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই সারা দেশের বন্ধুদের, যাঁদের লেখা, ছবি ও ভিডিওতে সমৃদ্ধ হয়েছে আমাদের ফেসবুক পেজটি।’

শুরু থেকে বন্ধুসভার এই পেজের অ্যাডমিন ও ফলোয়ার হিসেবে যাঁরা অবদান রেখেছেন, আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
মৌসুমী মৌ, প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক

পাঠকই প্রথম আলোর প্রাণ। প্রথম আলো বন্ধুসভা এই পাঠকদেরই সংগঠন। তরুণসমাজ এ দেশের ভবিষ্যতের নির্মাতা। তরুণদের রুচি, মেধা ও মূল্যবোধের ওপরই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ কতটা উজ্জ্বলতর হবে। বন্ধুসভা এই তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ সঞ্চার করতে চায়।

নিয়মিত বিভিন্ন বিষয়ভিত্তিক লাইভ অনুষ্ঠান করার পাশাপাশি ফেসবুক পেজে মূলত বন্ধুসভার বিভিন্ন কার্যক্রমের ছবি ও খবর তুলে ধরা হয়।

সর্বশেষ আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত দেখা যায়, বন্ধুসভার ফেসবুক পেজের ফলোয়ার ১ লাখ ১৭ হাজার ৪১৭ জন। এ পেজের অধীনে একটি অফিশিয়াল গ্রুপ রয়েছে, যার সদস্যসংখ্যা ১৩ হাজার ২০০।