ভিডিও তথ্যচিত্র নির্মাণে সেরা পাঁচ বন্ধুসভা

সেরা বন্ধুসভার পুরস্কার নিচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
ছবি: তানভীর আহাম্মেদ

করোনা মহামারি আমাদের জীবনধারার অনেক কিছুই পরিবর্তন করে দিয়েছে। অনলাইনে পড়ার অভ্যস্ততা তার মধ্যে অন্যতম। পৃথিবীজুড়েই মানুষ অনলাইনে বই পড়ছে, সংবাদ পড়ছে এবং অনলাইনের সংবাদগুলো বিশ্বাসযোগ্যতাও অর্জন করেছে। ধারণা করা হচ্ছিল, এই পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ছাপা সংবাদপত্র। কারণ, করোনাকালে পুরো পৃথিবীতেই ছাপা কাগজের পাঠক কমে যায়। বিশেষ করে, হকারের হাত ধরে কিংবা কাগজের মাধ্যমে সংক্রমণের আতঙ্কে মানুষ ছাপা কাগজ রাখা প্রায় বন্ধই করে দেয়।

সেরা বন্ধুসভার পুরস্কার নিচ্ছে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
ছবি: তানভীর আহাম্মেদ

মহামারির প্রকোপ কমতে শুরু করলে মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে থাকে। ভাইরাসের ভয় পেছনে ফেলে আবারও আস্থা রাখতে শুরু করে ছাপা সংবাদপত্রের ওপর। পাঠকদের বিশ্বাস, ছাপা কাগজে যে খবর প্রকাশিত হয়, সেখানে গুজব প্রচারের আশঙ্কা কম থাকে। আর বাংলাদেশে প্রথম আলো প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ব্যাপারে আপসহীন। তাই প্রথম আলো দ্রুতই ফিরে পায় তার ছাপা কাগজের পাঠকপ্রিয়তা। আবারও অতিক্রম করে ছাপা কাগজে দৈনিক ৫০ লাখ পাঠকের মাইলফলক।

সেরা বন্ধুসভার পুরস্কার নিচ্ছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
ছবি: তানভীর আহাম্মেদ

প্রথম আলোর এই অর্জন উদ্‌যাপনে সারা দেশের বন্ধুদের নিয়ে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ ভিডিও চিত্র নির্মাণ প্রতিযোগিতা আয়োজন করে। সর্বোচ্চ তিন মিনিট সময়ে বন্ধুরা প্রথম আলো নিয়ে পাঠকের অনুভূতি, আস্থা ও ভালোবাসা কিংবা প্রথম আলো নিয়ে তাঁদের যেকোনো ভাবনা সম্পর্কে জানাতে ভিডিও চিত্র নির্মাণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন।

সেরা বন্ধুসভার পুরস্কার নিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
ছবি: তানভীর আহাম্মেদ

সারা দেশের সর্বমোট ৪২টি বন্ধুসভা ভিডিও চিত্র নির্মাণ করে, যার সব কটিই ছিল অসাধারণ। সেখান থেকে প্রাথমিক বাছাইয়ে ২০টি এবং এরপর চূড়ান্ত বাছাইয়ের মাধ্যমে নির্বাচন করা হয় সেরা পাঁচটি ভিডিও চিত্র। সেরা পাঁচটি ভিডিও চিত্র নির্মাণ করে বিজয়ী হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বগুড়া বন্ধুসভা।
২০ মে শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিভাগীয় বন্ধু উৎসবে সেরা পাঁচটি ভিডিও চিত্র নির্মাতা বন্ধুসভাকে ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করে জাতীয় পরিচালনা পর্ষদ। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কিশোর আলোর সম্পাদক এবং বন্ধুসভার পৃষ্ঠপোষক আনিসুল হক, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, মনোচিকিৎসক ও কথাসাহিত্যিক ডা. মোহিত কামাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ আলমগীর কবির, কোডারসট্রাস্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আতাউল গণি ওসমানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারপারসন শান্তা তাওহিদা, অভিনেত্রী সাফা কবির, নির্মাতা নিশান মাহমুদ, নির্বাহী প্রযোজক আদনান মাহমুদ, বন্ধুসভার সভাপতি উত্তম রায়, সাধারণ সম্পাদক জাফর সাদিক, নির্বাহী সভাপতি মৌসুমী মৌসহ অন্যান্য অতিথি।

সেরা বন্ধুসভার পুরস্কার নিচ্ছে বগুড়া বন্ধুসভা
ছবি: তানভীর আহাম্মেদ

সভাপতি উত্তম রায় এবং সাধারণ সম্পাদক জাফর সাদিকের সার্বিক সহযোগিতায় ভিডিও চিত্র নির্মাণের পুরো কর্মসূচি সমন্বয় ও বিচারিক কাজ সম্পাদন করেন জাতীয় পরিচালনা পর্ষদের সাংগঠনিক সম্পাদক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক চৈতি চক্রবর্তী এবং অর্থ সম্পাদক ও বাংলাদেশ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক রুবাইয়াত সাইমুম চৌধুরী। তাঁদের সহযোগিতা করেছেন জাতীয় পরিচালনা পর্ষদ ও ঢাকা মহানগরের বন্ধুরা।

সেরা পাঁচ বন্ধুসভার ভিডিও তথ্যচিত্র

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

বগুড়া বন্ধুসভা