ভাষাশহীদদের স্মরণে নোয়াখালী বন্ধুসভার ক্রিকেট টুর্নামেন্ট

নোয়াখালী বন্ধুসভার ক্রিকেট টুর্নামেন্ট
ছবি: বন্ধুসভা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের স্মরণে নোয়াখালী বন্ধুসভা আয়োজন করে একটি ক্রিকেট টুর্নামেন্ট। ভাষাশহীদদের নামে চারটি দলে ভাগ হয়ে মাঠে নামেন নোয়াখালী বন্ধুসভার বন্ধুরা। প্রতিটি দলে সাতজন করে খেলোয়াড় ছিলেন। প্রতিটি ম্যাচ ছয় ওভারে অনুষ্ঠিত হয়। চারটি দলের আইকন খেলোয়াড় ছিলেন নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা ও চার সাবেক সভাপতি নিলয় মিলন, সুমন নূর, কামাল হোসেন ও হাসান সবুজ। বসন্তের হিম শীতল হাওয়ায় গত ২১ ফেব্রুয়ারি সকাল ৯টায় স্থানীয় হরিনারায়ণপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলা শুরু হয়।

বাছাইপর্বের খেলা শেষে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভাষাশহীদ আবদুস সালাম দল ও ভাষাশহীদ আবদুল জব্বার দল ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভাষাশহীদ আবদুল জব্বার দলের অধিনায়ক নিলয় মিলন। ব্যাট করতে নেমে ব্যাটাররা খুব একটা জ্বলে ওঠেননি। আলতাফ পুলক ও আসিফ আহমেদের দারুণ বোলিংয়ে মাত্র ২২ রানে ইনিংস শেষ হয় ভাষাশহীদ আবদুল জব্বার দলের। জবাবে ব্যাট করতে নেমে অল্প রান তাড়া করতে গিয়ে খেই হারিয়ে ফেলেন ভাষাশহীদ আবদুস সালাম দলের ব্যাটাররা। ভাষাশহীদ আবদুল জব্বার দলের অধিনায়ক নিলয় মিলনের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ভাষাশহীদ আবদুস সালাম দলের ব্যাটাররা একে একে সাজঘরে ফেরেন। ১২ রানে জয়লাভ করে নোয়াখালী বন্ধুসভার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতে নেয় ভাষাশহীদ আবদুল জব্বার দল। ফাইনালে সেরা খেলোয়াড় মনোনীত হন নিলয় মিলন। টুর্নামেন্ট–সেরা খেলোয়াড় নির্বাচিত হন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ভাষাশহীদ আবুল বরকত দলের খেলোয়াড় নাফিস আহমেদ।

দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা ও নোয়াখালী জিলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক মাহফুজের রহমান এবং নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক বাসক সরকার। মাহফুজের রহমান নোয়াখালী বন্ধুসভার এ আয়োজনের প্রশংসা করে বলেন, ‘সবগুলো খেলা উপভোগ করেছি, খেলাধুলার মাধ্যমে বন্ধুদের সম্পর্ক আরও দৃঢ় হবে।’ বাসক সরকার বলেন, খেলাধুলার মাধ্যমে সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ভবিষ্যতে নোয়াখালী বন্ধুসভার যেকোনো খেলাধুলার আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন বাসক সরকার। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন নোয়াখালী বন্ধুসভার সাধারণ সম্পাদক সিফাত বিল্লাহ। টুর্নামেন্ট আয়েজনের সমন্বয়ক ছিলেন স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান।

নোয়াখালী বন্ধুসভার ক্রিকেট টুর্নামেন্ট
ছবি: বন্ধুসভা

এর আগে সকাল সাড়ে সাতটায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নোয়াখালী জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান নোয়াখালী বন্ধুসভার বন্ধুরা। প্রভাতফেরিতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সিফাত বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রাকিব, অর্থ সম্পাদক ইমতিয়াজ দোলন, সাংস্কৃতিক সম্পাদক নিথিন রায়, দপ্তর সম্পাদক আবদুর রহিম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক তাহসিন রাহমান, বন্ধু প্রনয় মজুমদার প্রমুখ।

যুগ্ম সাধারণ সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা

নোয়াখালী জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
ছবি: বন্ধুসভা