‘ভাতের টাকা হয় না, ছাতা কিনি কেমন করি’

কুড়িগ্রাম শহরের ১০ জন রবিদাসকে ১০টি ছাতা প্রদান করেন কুড়িগ্রাম বন্ধুসভার বন্ধুরা
ছবি: সংগৃহীত

প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’ কর্মসূচি পালন করছে প্রথম আলো বন্ধুসভা। সেই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় কুড়িগ্রাম শহরের রবিদাস সম্প্রদায়ের কয়েকজনকে ছাতা উপহার দিয়েছে কুড়িগ্রাম বন্ধুসভা।

রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ও কনকনে শীতে মানুষের জুতা সেলাইয়ের কাজ করেন রবিদাস সম্প্রদায়ের মানুষেরা। মাথার ওপর নেই কোনো ছায়া। দুটি পয়সার আশায় অবিরাম কাজ করে চলেন। সেই দুই বেলা খাবার জোগাতেও তাঁদের সারা দিনের পারিশ্রমিকের টাকা কমতি পড়ে যায়। পরেশ রবিদাসের মতো অনেক রবিদাসের কাছে রোদ-বৃষ্টি থেকে বাঁচতে ছাতা কেনা যেন বিলাসিতা ছাড়া আর কিছুই না।

কুড়িগ্রাম শহরের ১০ জন রবিদাসকে ১০টি ছাতা প্রদান করেন কুড়িগ্রাম বন্ধুসভার বন্ধুরা
ছবি: সংগৃহীত

ছাতা পেয়ে পরেশ রবিদাস বলেন, ‘ভাতের টাকা হয় না, ছাতা কিনি কেমন করি, তোমরা ছাতা দিয়ে সত্যি হামার মেলা উপকার হইল।’ কুড়িগ্রাম শহরে এমন ১০ জন রবিদাসকে (মুচি) ১০টি ছাতা উপহার দেন কুড়িগ্রাম বন্ধুসভার বন্ধুরা।

কুড়িগ্রাম শহরের ১০ জন রবিদাসকে ১০টি ছাতা প্রদান করেন কুড়িগ্রাম বন্ধুসভার বন্ধুরা
ছবি: সংগৃহীত

ছাতা বিতরণের সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বন্ধুসভার উপদেষ্টা হাসান পলাশ ও ওবায়েদুর রহমান, সভাপতি আসিফ ওয়াহিদ, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, অনুষ্ঠানবিষয়ক সম্পাদক বর্ণ চক্রবর্তী, আশরাফুল আলম, মোবাশ্বিরা, শরীফ, হৃদয় রায়, বিপ্লব,জাকির, ভুবন কুমার, উর্মি আক্তার পায়েল, আজিজুল হক, জাহানুর রহমান প্রমুখ।