ব্রাহ্মণবাড়িয়ায় মাদক, ইভ টিজিং, বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে শপথ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক, ইভ টিজিং, বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে শপথ
ছবি: সংগৃহীত

৪ নভেম্বর সকাল নয়টা। ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয়ে উপস্থিত হন বন্ধুসভার সদস্যরা। উদ্দেশ্য প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি ভালো কাজে অংশ নেওয়া।

প্রতিবছর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠক সংগঠন বন্ধুসভার সদস্যরা একটি ভালো কাজ করে থাকেন। এবার ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সদস্যরা প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে স্কুলপড়ুয়া মেয়ে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকাল ও করোনার বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা, মাস্ক বিতরণসহ মাদক, ইভ টিজিং, বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে শপথ ও গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মো. শাহীন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক ও বন্ধুসভার উপদেষ্টা আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসক ফৌজিয়া আক্তার, নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক, ইভ টিজিং, বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে শপথ
ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে মাদক, ইভ টিজিং, বাল্যবিবাহ ও যৌতুক নিয়ে আলোচনা করেন মোল্লা মো. শাহীন, বয়ঃসন্ধিকাল ও মাসিক নিয়ে আলোচনা করেন ফৌজিয়া আক্তার, বয়ঃসন্ধিকাল ও করোনা থেকে কীভাবে নিজেদের নিরাপদ রাখা যায়—এ বিষয়ে আলোচনা করেন আবু সাঈদ।

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক, ইভ টিজিং, বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে শপথ
ছবি: সংগৃহীত

শুভেচ্ছা বক্তব্য দেন বন্ধুসভার সভাপতি মাইনুদ্দীন রুবেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন অনুষ্ঠানবিষয়ক সম্পাদক মো. শাহজাহান। আলোচনা চলাকালীন বন্ধুরা শিক্ষার্থীদের মধ্যে মাস্ক ও খাবার বিতরণ করেন। অতিথিদের বক্তব্য শেষে মোল্লা মো. শাহীন দেড় শতাধিক মেয়ে শিক্ষার্থীকে নিয়ে মাদক, ইভ টিজিং, বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক, ইভ টিজিং, বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে শপথ
ছবি: সংগৃহীত

আলোচনা ও শপথ শেষে অতিথিরা বিদ্যালয়ের দেয়ালে টানানো ‘মাদক, ইভ টিজিং, বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে গণস্বাক্ষর’ কর্মসূচির ব্যানারে স্বাক্ষর করেন। পরে একে একে শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক ও বন্ধুসভার সদস্যরাও সেখানে স্বাক্ষর করেন। মাঠে ক্রিকেট চর্চা করা বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীরাও গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেয়।

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক, ইভ টিজিং, বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে শপথ
ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে বন্ধুসভার সহসভাপতি আরেফীন শোভন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসির হোসেন, সাহিত্য সম্পাদক তুলী গোস্বামী, পাঠাগার সম্পাদক অনন্যা, বিজ্ঞানবিষয়ক সম্পাদক রানা রক্ষিত, ক্রীড়া সম্পাদক তাউসীফ আহমেদ, পরিবেশবিষয়ক সম্পাদক সৌনিয়া আক্তার, নারীবিষয়ক সম্পাদক তানজিলা ইসলাম, সদস্য আবীর, স্বর্ণা হক, মার্জিয়া হাসান, ফাহিম, চাঁদনী আক্তার, শেখ তানিয়া, সামান্তা ইসলাম, শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।