ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার উদ্যোগে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার উদ্যোগে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা মাসব্যাপী ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২১’ হাতে নিয়েছে। রোববার বেলা ১১টায় ৩ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যে বন্ধুসভার সদস্যরা কর্মসূচির উদ্বোধন করেন।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নিয়াজ মোহাম্মাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সহিদুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও বন্ধুসভার উপদেষ্টা এস আর এম ওসমান গনি ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদাত হোসেন।

সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত নিয়াজ মোহাম্মদ উচ্চবিদ্যালয়সহ পৌরসভার বিভিন্ন জায়গায় ৫০টি গাছ লাগানো হয়। এর মধ্যে ছিল ভেষজ, বনজ ও ফলদ বৃক্ষ। মাসব্যাপী ৩ হাজার গাছ রোপণ করবেন ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সদস্যরা।

ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার উদ্যোগে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ছবি: সংগৃহীত

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সভাপতি মাইনুদ্দীন রুবেল, সহসভাপতি আরেফিন শোভন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক সাদ হোসেন, প্রশিক্ষণ সম্পাদক লিমন ভূঁইয়া, অনুষ্ঠান সম্পাদক শাহজাহান আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন সরকার, পাঠাগার সম্পাদক অনন্যা, অর্থ সম্পাদক জেনি, সাহিত্য সম্পাদক তুলি গোস্বামী, বিজ্ঞানবিষয়ক সম্পাদক রানা রক্ষিত, সরকারি কলেজ বন্ধুসভার আহ্বায়ক সোহান মাহমুদ, উপসাংগঠনিক সম্পাদক তাসলিমা নাসরিন, সদস্য আবির হোসেন প্রমুখ।

সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা