বেগম রোকেয়া দিবসে হবিগঞ্জ বন্ধুসভার আয়োজন

বেগম রোকেয়া দিবসে হবিগঞ্জ বন্ধুসভার আয়োজন
ছবি: বন্ধুসভা

৯ ডিসেম্বর, বেগম রোকেয়া দিবস। এই দিনে ১৮৮০ সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। একই দিনে ১৯৩২ সালে মৃত্যুবরণ করেন এই মহীয়সী নারী।

আজকের সমাজে নারীদের অগ্রগতির মূলে রয়েছেন তিনি। তাঁর একমাত্র চিন্তাচেতনা ছিল—এই সমাজে মেয়েরা যেন মেয়েমানুষ নয়, মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়। এ চিন্তা সামনে নিয়েই সারা জীবন কাজ করে গেছেন তিনি।

বেগম রোকেয়া দিবসে হবিগঞ্জ বন্ধুসভার আয়োজন
ছবি: বন্ধুসভা

এই মহীয়সী নারীর স্মরণে ৯ ডিসেম্বর হবিগঞ্জ বন্ধুসভা আলোচনা সভার আয়োজন করে। সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ বন্ধুসভার সদস্যরা। প্রথমেই পরিচয়পর্বের মাধ্যমে শুরু হয় আয়োজন। সামিয়া এ রহমানের উপস্থাপনায় আলোচনা সভায় উপস্থিত বন্ধুরা বেগম রোকেয়ার জীবনী, আদর্শ, বর্তমান সমাজে নারীদের অবস্থান, নারীদের প্রতি অত্যাচারের কারণ, প্রতিকার ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

বেগম রোকেয়া দিবসে হবিগঞ্জ বন্ধুসভার আয়োজন
ছবি: বন্ধুসভা

তারপর চলে পাঠচক্রের কার্যক্রম। বেগম রোকেয়ার বিখ্যাত বই ‘অবরোধবাসিনী’ নিয়ে আলোচনা করা হয়। ‘অবরোধবাসিনী’ বইটিতে ৪৭টি গল্পের মাধ্যমে বেগম রোকেয়া দেখিয়েছেন কী করে তৎকালীন সমাজে নারীদের বিভিন্ন প্রথার নামে বন্দী করে রাখা হতো। বন্দী থাকতে থাকতে নারীদের দেহ, মন পর্যন্ত দাসত্ব স্বীকার করে নিয়েছে।

বেগম রোকেয়া দিবসে হবিগঞ্জ বন্ধুসভার আয়োজন
ছবি: বন্ধুসভা

পাঠচক্রের শেষে মো. হাবিবুর রহমান আবৃত্তি করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা ‘নারী’। নারীদের উপযুক্ত মর্যাদা দিয়ে ও নারী সুরক্ষার দিকে নজর দিয়ে আমরা নারী-পুরুষ সমতার একটি সুন্দর সমাজ গড়ে তুলব, এই প্রত্যয় নিয়েই শেষ হয় সাংস্কৃতিক পর্ব।

সবশেষে বন্ধুরা মো. হারুনুর রশীদের নেতৃত্বে বেগম রোকেয়ার স্মরণে স্মৃতিসৌধের বেদিতে প্রদীপ প্রজ্বালন করেন।

(ছবি তুলেছেন: আসিফ হোসেন অন্তর, তৌকির বিন কাশেম, নিতেশ দাশ)