বৃষ্টিস্নাত দিনে চট্টগ্রাম বন্ধুসভার ফল উৎসব

১৮ জুন শুক্রবার বিকেলে প্রায় দেড় শ সুবিধাবঞ্চিত শিশুকে মৌসুমি ফল খাওয়ান চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা।
ছবি: সংগৃহীত

সকাল থেকেই অঝোর বৃষ্টি। এই বৃষ্টি উপেক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে নগরের ষোলশহর ২ নম্বর গেট এলাকার তুলাতলি বস্তির চারুলতা বিদ্যাপীঠে হাজির সুবিধাবঞ্চিত শিশুরা। ১৮ জুন শুক্রবার বিকেলে এখানে দুই ভাগে প্রায় দেড় শ সুবিধাবঞ্চিত শিশুকে মৌসুমি ফল খাওয়ান চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা।

বিকেল চারটা থেকে শুরু হয় ‘ফলাহার উৎসব’ শিরোনামের এই আয়োজন। আয়োজনে মৌসুমি ফল আম, জাম, কাঁঠাল, আনারস, লটকনসহ আট রকমের ফল খাওয়ানো হয় শিশুদের।

১৮ জুন শুক্রবার বিকেলে প্রায় দেড় শ সুবিধাবঞ্চিত শিশুকে মৌসুমি ফল খাওয়ান চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা।
ছবি: সংগৃহীত

‘করোনার কারণে বাপের ইনকাম নাই। সেখানে এসব ফল খাইতে পাইরা ভালো লাগতেছে।’ কথাগুলো বলছিল মোহাম্মদ রনি। মৌসুমি ফল খেয়ে হাসি ফুটেছে নয় বছর বয়সী পারভীন আক্তারের মুখে। তার মতো সব শিশুই উচ্ছ্বসিত ফল খেতে পেয়ে। ১২ বছর বয়সী বৃষ্টি আক্তার বলে, ‘কিছু খেয়েছি, আবার কিছু বাসার জন্য নিয়েও নিয়েছি। মা আর ভাইসহ একসঙ্গে বসে খাব।’

১৮ জুন শুক্রবার বিকেলে প্রায় দেড় শ সুবিধাবঞ্চিত শিশুকে মৌসুমি ফল খাওয়ান চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা।
ছবি: সংগৃহীত

ফলাহার উৎসব আয়োজনের সমন্বয়কারী ছিলেন শাওন রায়, মাসুদ রানা, নুরুজ্জামান খান, এ আর আসাদ ও ফয়সাল হাওলাদার।

আয়োজনে অংশ নেন চারুলতার সৌমেন নন্দী, জুয়েল দেব, চট্টগ্রাম বন্ধুসভার বন্ধু শিহাব জিশান, সুমাইয়া ইয়াসমীন, জয়নাল আবেদীন, ইব্রাহীম তানভীর, ইরফাতুর রহমান, তানজিলা বিনতে শওকত, নাজ্জেদা নাহার, প্রিয়া সারিবা প্রমুখ।