বৃদ্ধাশ্রমের প্রবীণদের সঙ্গে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার পিঠা উৎসব

বৃদ্ধাশ্রমের প্রবীণদের সঙ্গে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার পিঠা উৎসব
ছবি: সজীব হাসান

বৃদ্ধাশ্রমের প্রবীণদের সঙ্গে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্‌যাপন করেছে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা। ২১ ডিসেম্বর মঙ্গলবার মাসুদা প্রবীণ নিবাসে এ উৎসব পালন করা হয়। শিশিরভেজা রাতে বন্ধু রাকিবের পরিবার ও বন্ধুসভার বন্ধুরা নিজ হাতে পিঠা বানিয়ে পরদিন সকালে প্রবীণদের মধ্যে এসব পিঠা পরিবেশন করেন।

বৃদ্ধাশ্রমের প্রবীণদের সঙ্গে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার পিঠা উৎসব
ছবি: সজীব হাসান

বৃদ্ধাশ্রমের পাশাপাশি সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী শিশু ও এতিমখানার শিশুদের মধ্যেও পাঁচ ধরনের পিঠা পরিবেশন করা হয়। নানা রকম পিঠার মধ্যে ছিল ভাপা পিঠা, তেল পিঠা, ঝাল কুশলী, নারকেল কুশলী ও চিতই পিঠা।

বৃদ্ধাশ্রমের প্রবীণদের সঙ্গে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার পিঠা উৎসব
ছবি: সজীব হাসান

উৎসবে সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী শিশুরা নৃত্য পরিবেশন করে। বন্ধুসভার এই উদ্যোগকে উৎসাহ প্রদান করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো বগুড়ার নিজস্ব প্রতিবেদক ও পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার পারভেজ।

বৃদ্ধাশ্রমের প্রবীণদের সঙ্গে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার পিঠা উৎসব
ছবি: সজীব হাসান

উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. হাবিব এহসানুল হক, পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার উপদেষ্টা ও ইংরেজি বিভাগের প্রভাষক রাশেদুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. শাকিল হোসেন প্রমুখ।

উৎসবে সুবিধাবঞ্চিত শিশুরা নৃত্য পরিবেশন করে
ছবি: সজীব হাসান

অনুষ্ঠানটি পরিচালনা করেন পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার সাধারণ সম্পাদক মো. রাকিব হাসান। উৎসবে অংশ নেন পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার সভাপতি গোলাম ক্বাদেমুল এহসান, সহসভাপতি সুজানা রহমান ও মো. নকিব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজা মোস্তারী মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. তানজিল হাসান, উপসাংগঠনিক সম্পাদক ইউশা আহমেদ, যোগাযোগ সম্পাদক রাকিব আল হাসান, মানবসম্পদবিষয়ক সম্পাদক কাজী কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. সজীব হাসান, বিজ্ঞানবিষয়ক সম্পাদক সুবর্ণা খাতুন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহিনা আকতার, অর্থ সম্পাদক তাবাসসুম রহমান, ক্রীড়া সম্পাদক মো. মেহেদী হাসান, অনুষ্ঠান সম্পাদক শামিম আহমেদ প্রমুখ।

সহসভাপতি, পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা

উৎসবে সুবিধাবঞ্চিত শিশুরা নৃত্য পরিবেশন করে
ছবি: সজীব হাসান