বীর মুক্তিযোদ্ধাদের প্রতি চট্টগ্রাম বন্ধুসভার শ্রদ্ধার্ঘ্য

বীর মুক্তিযোদ্ধাদের প্রতি চট্টগ্রাম বন্ধুসভার শ্রদ্ধার্ঘ্য
ছবি: বন্ধুসভা

বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বীর মুক্তিযোদ্ধারা বাংলা মায়ের স্বাধীনতার জন্য প্রাণকে তুচ্ছ ভেবে নিজেকে সমর্পণ করে ছিনিয়ে এনেছেন স্বাধীনতা। আজ এই প্রজন্মের তরুণেরা তাঁদের এ অনন্য ত্যাগের জন্য উচ্ছ্বসিত, উদ্বেলিত।

মহান স্বাধীনতাযুদ্ধের অকুতোভয় বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর ধারাবাহিক কর্মসূচি হাতে নিয়েছে প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম। এরই অংশ হিসেবে ২৯ ডিসেম্বর বুধবার চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট বা মুজিব বাহিনীর বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ভূঁইয়া, নুরুল আলম মন্টু ও আব্দুল্লাহ আল হারুনকে শ্রদ্ধা জানান।

বীর মুক্তিযোদ্ধাদের প্রতি চট্টগ্রাম বন্ধুসভার শ্রদ্ধার্ঘ্য
ছবি: বন্ধুসভা

চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি তাহমিনা সানজিদার সার্বিক তত্ত্বাবধানে বন্ধুরা বীর মুক্তিযোদ্ধাদের বাসভবনে উপস্থিত হয়ে ফুল আর মানপত্র দিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই আয়োজন সমন্বয় করেন শাওন রায়, জয়শ্রী মজুমদার ও মাহীর রেজোয়ান।

বীর মুক্তিযোদ্ধাদের প্রতি চট্টগ্রাম বন্ধুসভার শ্রদ্ধার্ঘ্য
ছবি: বন্ধুসভা

বীর মুক্তিযোদ্ধারা তাঁদের যুদ্ধকালীন অভিজ্ঞতা বন্ধুসভার বন্ধুদের সঙ্গে ভাগ করে নেন। চট্টগ্রাম বন্ধুসভার এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে।