পাবনা বন্ধুসভার বৃক্ষরোপণ

বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ করেছে পাবনা বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

সবুজ বাঁচলে তবেই বাঁচবে পরিবেশ—এই প্রচেষ্টাকে অব্যাহত রাখতে প্রতিবছরের মতো এ বছরও পাবনা বন্ধুসভার বন্ধুরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন। আজ রোববার ৫ জুন বন্ধুদের গাছ উপহার ও পাবনা সিটি কলেজ প্রাঙ্গণে গাছ লাগিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করেন বন্ধুরা।

বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ করেছে পাবনা বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

গাছের মধ্যে ছিল জারুল, সোনালু ও কৃষ্ণচূড়া। গাছ লাগানো শেষে পরিবেশ দিবসে উৎসাহ জোগানো কিছু গল্প ও এর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন পাবনা সিটি কলেজের সহযোগী প্রভাষক ও পাবনা বন্ধুসভার উপদেষ্টা শামসুন্নাহার বর্ণা।

আলোচনা শেষে বন্ধুসভার ‘একটি বন্ধু দুটি গাছ’ কার্যক্রমের পূর্বপ্রস্তুতির সিদ্ধান্ত নেওয়া হয়। উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক খান আনোয়ার, অর্থ সম্পাদক হামজা, পরিবেশবিষয়ক সম্পাদক রিমা, মানত, রাকিব, প্রিয়াসহ অনেকে।