বিশ্ব তথ্য সুরক্ষা দিবসে রাবি বন্ধুসভার আলোচনা সভা

বিশ্ব তথ্য সুরক্ষা দিবসে রাবি বন্ধুসভার আলোচনা সভা
ছবি: বন্ধুসভা

‘ভালোর সাথে আলোর পথে, তথ্যের নিরাপত্তা সুরক্ষিত উপায়ে’ স্লোগানে বিশ্ব তথ্য সুরক্ষা দিবস পালন করল রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। বিশ্ব তথ্য সুরক্ষা দিবস উপলক্ষে ২৮ জানুয়ারি সন্ধ্যা সাতটায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ফেসবুক পেজ থেকে একটি লাইভ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘বিশ্ব তথ্য সুরক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা’ শিরোনামের সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা ও আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের প্রভাষক মো. রাকিবুল ইসলাম, চরকির লিড অব প্রোডাক্ট অ্যান্ড টেক মহিউদ্দিন সোহেল ও স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরাম রাবির সাবেক সভাপতি সুমাইয়া রহমান।

রাবি বন্ধুসভার সাধারণ সম্পাদক সিফাত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় তথ্য সুরক্ষা, নিরাপত্তা, গোপনীয়তা সম্পর্কে বিশ্লেষণধর্মী ও তথ্যবহুল আলোচনা করা হয়। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তথ্য সুরক্ষার প্রয়োজনীয়তা এবং তথ্যকে সুরক্ষিত রাখার বিভিন্ন উপায় সম্পর্কে তথ্যনির্ভর বক্তব্য দেন বক্তারা।

বিশ্ব তথ্য সুরক্ষা দিবসে রাবি বন্ধুসভার আলোচনা সভা
ছবি: বন্ধুসভা

তথ্য সুরক্ষিত রাখতে সচেতনতা বাড়ানোর প্রত্যয় ধারণ করে রাবি বন্ধুসভার সভাপতি মো. সুরুজ সর্দারের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

প্রচার সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা