বিনা মূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়

রক্ত দিতে আগ্রহী শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করছেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

এত দিন রক্ত দেওয়া নিয়ে ভুল ধারণা ছিল অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ললিতার। তিনি মনে করতেন, এটা করলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। সে জন্য কখনো রক্ত পরীক্ষাও করাননি। এখন রক্ত পরীক্ষার পর অনুভূতি জানিয়ে বলেন, ‘আমি প্রথমে খুব ভয় পেয়েছিলাম, পরে যখন রক্ত পরীক্ষা হয়ে গেল, টেরই পাইনি।’

গোপালগঞ্জ বন্ধুসভার বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং
ছবি: বন্ধুসভা

‘মানবতায় বন্ধুরা’ শিরোনামে ২৬ জুন ফ্রি রক্তের গ্রুপ টেস্ট ক্যাম্পিং করেছে গোপালগঞ্জ বন্ধুসভা। সেখানে অংশ নিয়ে এভাবেই নিজেদের অনুভূতি ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা। সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী এই ক্যাম্পিংয়ে প্রায় ২০০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি তাঁদের তথ্য সংগ্রহ ও স্বেচ্ছায় ১৫০ জন রক্তদাতার তালিকা তৈরি করেছেন বন্ধুরা। একই সঙ্গে নতুন বন্ধু সংগ্রহ কর্মসূচিও চলেছে।

রক্ত দিতে আগ্রহীদের তথ্য সংগ্রহ
ছবি: বন্ধুসভা

বন্ধুসভার এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মো. ওহিদ আলম। তিনি বলেন, এ ধরনের কর্মসূচি একজন শিক্ষার্থীর নিজস্বতা আরও বেশি জানতে সহযোগিতা করে। এত দিন অনেকেই তাঁদের রক্তের গ্রুপ সম্পর্কে উদাসীন ছিলেন। এই কর্মসূচির ফলে তাঁরা উপকৃত হয়েছেন এবং সচেতন হতে পেরেছেন। এখানেই বন্ধুসভার সফলতা। এ ধরনের কর্মসূচি আরও বেশি করার আহ্বান জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

গোপালগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা কবি মিন্টু হক বলেন, ‘গোপালগঞ্জ বন্ধুসভা বারবার এসব উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নিয়ে আসবে। সেই সঙ্গে তোমরা বেশি করে বই পড়বে। দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি লালন করার দায়িত্ব তোমাদেরই।’

রক্তের গ্রুপ পরীক্ষা করাতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন
ছবি: বন্ধুসভা

সেখানে উপস্থিত ছিলেন সরকারি বঙ্গবন্ধু কলেজের বাংলা বিভাগের প্রফেসর শাহ আলম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শিপ্রা বল, প্রথম আলোর প্রতিনিধি নূতন শেখ, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক রাকিব চৌধুরী, সাংস্কৃতিবিষয়ক সম্পাদক রিদিতা ইসলাম, উপসাংগঠনিক সম্পাদক খালিদ, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সীমান্ত সরকার, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক মুরছালিন শেখ, সুবর্ণা, কেয়া, তাহমিদসহ আরও অনেক বন্ধু।

সাধারণ সম্পাদক, গোপালগঞ্জ বন্ধুসভা