বিজয় দিবসে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা

মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা পুষ্পস্তবক নিয়ে হাজির হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে
ছবি: সংগৃহীত

বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় দিন ১৬ ডিসেম্বর। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশসহ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের জন্মের দিন। বাংলাদেশের মহান বিজয় দিবস।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভা পুষ্পস্তবক নিয়ে হাজির হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে
ছবি: সংগৃহীত

যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস ২০২০ উদযাপনের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভা ভোরে পুষ্পস্তবক নিয়ে হাজির হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। এ সময় বর্তমান কার্যনির্বাহী কমিটির বন্ধুদের পাশাপাশি জ্যেষ্ঠ বন্ধুরাও উপস্থিত ছিলেন।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভা পুষ্পস্তবক নিয়ে হাজির হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে
ছবি: সংগৃহীত

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর বন্ধুরা শহীদদের স্মরণে ও বিজয় দিবসের ইতিহাস নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেন।

বক্তারা বলেন, ‘১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সূচিত হয়েছিল মুক্তিযুদ্ধের অনিবার্য বিজয়। আমরা অর্জন করেছিলাম ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার। ৩০ লাখ শহীদের রক্ত আর মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বিজয় ধরা দেয় আমাদের জীবনে।’

তথ্যপ্রযুক্তি সম্পদক, মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা