বাবা দিবসে ঠাকুরগাঁও বন্ধুসভার অনন্য উদ্যোগ

খেটে খাওয়া মেহনতি বাবাদের জন্য এক বেলা খাবারের ব্যবস্থা করেছেন ঠাকুরগাঁও বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

পরিবারের যে মানুষটা নিরলসভাবে অক্লান্ত পরিশ্রম করে খাদ্য, বস্ত্র, চিকিৎসার খরচ জোগান দিয়ে পর্দার অন্তরালে থাকেন, সেই মানুষটি বাবা নামে পরিচিত। জীবনের শেষ কর্মদিবস পর্যন্ত সংসারের ঘানি টানেন। সন্তানদের মানুষ করার জন্য জীবনযুদ্ধে সংগ্রাম করেন। নিজে ভালো খাবার না খেয়ে, ভালো পোশাক না কিনে পরিবারের সবার আবদার পূরণে ব্যস্ত থাকেন। অথচ আমরা বাবাদের ভালোবাসি শব্দটি বলতে পারি না। অনেক সময় কৃতজ্ঞতাও জানানো হয় না।

খেটে খাওয়া মেহনতি বাবাদের জন্য এক বেলা খাবারের ব্যবস্থা করেছেন ঠাকুরগাঁও বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

তাই তো কৃতজ্ঞতা জানাতে ১৯ জুন, রোববার বিশ্ব বাবা দিবসে অনন্য উদ্যোগ নিয়েছে প্রথম আলো বন্ধুসভা, ঠাকুরগাঁও। এদিন বন্ধুরা ঠাকুরগাঁওয়ে খেটে খাওয়া মেহনতি বাবাদের জন্য এক বেলা খাবারের ব্যবস্থা করেছেন। পথে ঘুরে ঘুরে খাবার বিতরণ করেন। পাশাপাশি বাবাদের উদ্দেশে সন্তানের না বলা কথাগুলো আক্ষরিক শব্দে সাজিয়ে একটি বিশেষ লিটল ম্যাগাজিন প্রকাশ করা হয়েছে।

লিটল ম্যাগাজিন হাতে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

এ কাজে যুক্ত ছিলেন সাধারণ সম্পাদক লাইলা ফেরদৌস রোজা, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক রাবেয়া আপেল হাসি, কার্যকরী সদস্য সায়রা শামা ও আহসান সারোয়ার। একই দিন বিকেলে ঠাকুরগাঁও শহরে কালিবাড়িতে ক্রীড়া সংস্থার অফিসে লিটল ম্যাগাজিন ‘খেয়া’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বন্ধুসভার সভাপতি আনিসুর রহমান, সহসভাপতি ফরহাদুল ইসলাম ও প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবর রহমান উৎপল।

সভাপতি আনিসুর রহমান বলেন, ‘আমরা বাবাদের কষ্ট ও শ্রমের কথা ভুলে যাই। বাবাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধাবোধ বাড়াতে হবে। বিশেষ এই দিনে সব বাবার প্রতি আমাদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা।’

লিটল ম্যাগাজিনের সম্পাদক সোহরাব হোসেন বলেন, ‘মানুষ বাবাকে নিয়ে নিজের অনুভূতি, অভিজ্ঞতা ও ইচ্ছার প্রকাশ ঘটাতে চাইলেও অনেক সময় পারে না। আমাদের এই ম্যাগাজিনে সেই কথাগুলো তুলে ধরা হয়েছে।’

লেখা: সাংগাঠনিক সম্পাদক, প্রথম আলো বন্ধুসভা, ঠাকুরগাঁও