বানভাসী শিশুদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার অনন্য উদ্যোগ

সুনামগঞ্জে বন্যায় শিশুখাদ্যসংকট চরম আকার ধারণ করার কথা জানতে পেরে তাদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেয় প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ছবি: বন্ধুসভা

গত মাসে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে সুনামগঞ্জ। সদর, ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর ও বিশ্বম্ভপুর উপজেলার হাজার বসতবাড়ি পানিতে তলিয়ে যায়। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন নারী ও শিশুরা। শিশুখাদ্যসংকট চরম আকার ধারণ করে। এমন পরিস্থিতিতে তাদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেয় প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

দুর্দশার সংবাদ শোনার পরপরই বন্যার্তদের সহায়তার জন্য অর্থ সংগ্রহ শুরু করেন চবি বন্ধুসভার বন্ধুরা। ১৯ ও ২০ জুন কাগজ দিয়ে বানানো বাক্স নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও চট্টগ্রাম শহরের নানা জায়গা থেকে অনুদান সংগ্রহ করা হয়। এ কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বন্ধুসভার সদস্য ও উপদেষ্টামণ্ডলীরা।

চট্টগ্রাম শহরের নানা জায়গা থেকে অনুদান সংগ্রহ করে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বন্যাকবলিত অঞ্চলে শিশুখাদ্য সরবরাহের কমতির বিষয়টি নজরে আসে বন্ধুদের। তখন প্রাপ্ত অনুদান দিয়ে শিশুখাদ্য প্রদানের উদ্যোগ নেওয়া হয়। ২১ জুন বন্ধুরা শিশুদের জন্য দুধ, হরলিকস, বিস্কুট, কেক, সাবান, সাবু, সুজি, বিশুদ্ধ খাওয়ার পানি, স্যালাইনসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনেন। এরপর সেগুলো ক্যাম্পাসে বসেই প্যাকেটজাত করা হয়।

শতাধিক প্যাকেট শিশুখাদ্য তুলে দেওয়া হয় চবিতে বৃহত্তর সিলেট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের হাতে। ২২ ও ২৩ জুন তারা এসব খাদ্য পৌঁছে দেয় সুনামগঞ্জের বন্যাকবলিত বিভিন্ন এলাকায়।

মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা