বাংলা সাহিত্যচর্চা বিষয়ে রাবি বন্ধুসভার আলোচনা সভা অনুষ্ঠিত

রাবি বন্ধুসভার আলোচনা সভা
ছবি: বন্ধুসভা

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা সাতটায় রাবি বন্ধুসভার ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। আলোচনার বিষয় ছিল ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: বাংলা সাহিত্য চর্চা ও যুগের মেলবন্ধন।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক আমিনুর রহমান, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি মুমিত আল রশিদ, রাজউক উত্তরা মডেল কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সোলায়মান কবীর প্রমুখ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাধারণ সম্পাদক সিফাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। বক্তারা বাংলা সাহিত্যচর্চার একাল-সেকাল সম্পর্কে আলোচনা করেন। বাংলা একাডেমির উপপরিচালক আমিনুর রহমান সুলতান বাংলা সাহিত্যচর্চা ও যুগের মেলবন্ধন কীভাবে এসেছে, সে সম্পর্কে তাঁর বক্তব্য তুলে ধরেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সুরুজ সরদারের সমাপনী বক্তব্যের মাধ্যমে ভার্চ্যুয়াল এ আলোচনা সভা শেষ হয়।

প্রচার সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা