বশেমুরবিপ্রবি বন্ধুসভার সাহিত্য আড্ডা ও পাঠচক্র

বশেমুরবিপ্রবি বন্ধুসভার সাহিত্য আড্ডা ও পাঠচক্র
ছবি: বন্ধুসভা

জাতীয় গ্রন্থাগার দিবসে বইয়ের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ ও ভালোবাসা সৃষ্টি করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) বন্ধুসভা অনলাইনে সাহিত্য আড্ডা ও পাঠচক্রের আয়োজন করে। ৫ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত আয়োজন সঞ্চালনায় ছিলেন বন্ধুসভার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।

প্রথম পর্বে পাঠচক্র অনুষ্ঠিত হয়। পাঠচক্রে জহির রায়হানের কালজয়ী উপন্যাস ‘হাজার বছর ধরে’ নিয়ে আলোচনা করা হয়। প্রথমেই মাহমুদুল হাসান শুভেচ্ছা বক্তব্য দেন। পাঠচক্র পরিচালনা করেন পাঠাগার ও পাঠচক্রবিষয়ক সম্পাদক মুহম্মদ সজীব প্রধান। তিনি আলোচনার শুরুতেই হাজার বছর ধরে উপন্যাসের সারসংক্ষেপ ফুটিয়ে তোলেন। উপস্থিত বন্ধুরা নির্বাচিত উপন্যাসটির মূলভাব নিয়ে আলোচনা করেন।

পাঠচক্রের পরের অংশে প্রধান অতিথি হিসেবে কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক মিন্টু হক উপস্থিত তরুণদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তিনি বলেন, বই পাঠের মাধ্যমেই নতুন প্রজন্মকে বিপথ থেকে রক্ষা করা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবির প্রক্টর ও আইন বিভাগের ডিন রাজিউর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মজনুর রশিদ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক জামাল উদ্দিন, প্রথম আলো গোপালগঞ্জ জেলা প্রতিনিধি নূতন শেখ প্রমুখ।

রাজিউর রহমান সবার উদ্দেশে বই পড়া, সাহিত্যচর্চা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। বশেমুরবিপ্রবি বন্ধুসভার সভাপতি সেলিম রেজা সমাপনী বক্তব্য দেন। তিনি ভবিষ্যতে জ্ঞানের প্রসারে এমন কার্যক্রম চলমান রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক রাতুল হাসান, সহসাংগঠনিক সম্পাদক মহর্ষি, মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক জিহান, জেন্ডার সমতা সম্পাদক সুমি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শুভ, কার্যকরী সদস্য মিরাজ, বন্ধু রাশেদ, রুহুল আমিন ও আওয়াল।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, বশেমুরবিপ্রবি বন্ধুসভা