বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ভার্চ্যুয়াল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলো বন্ধুসভার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৩ নভেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পক্ষ থেকে ভার্চ্যুয়াল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত কুমার দাস, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফ হোসেন, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান আবু জাফর মিয়া, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান রেজওয়ানা ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মাসুম সিকদার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহসিনা হোসেন, দর্শন বিভাগের প্রভাষক মো. আব্দুল্লাহ আল মামুন এবং প্রথম আলো বরিশাল অফিসের নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি মাহমুদুল ইসলাম শাহীন ও সাধারণ সম্পাদক মাহমুদ হুসাইন।

সাংস্কৃতিক পর্বে ছিলেন ইভা, সানবির, প্রান্তি শীল, অনিকা দে, সোহান, কাকলি, আবু তালহা, সুদীপ কুণ্ডু, অর্পিতাসহ বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার অন্য বন্ধুরা।

অনুষ্ঠানের শুরুতে সভাপতি মাহমুদুল ইসলাম শাহীন শুভেচ্ছা বক্তব্যের সঙ্গে বন্ধুসভার ইতিহাস সবার সামনে তুলে ধরেন। এক একজন অতিথির আলোচনার পর বন্ধুদের মধ্য থেকে কবিতা ও গান পরিবেশিত হয়। সম্পূর্ণ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি জুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি রাত নয়টায় শেষ হয়।

সহসাংগঠনিক সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা