বন্যার্তদের মধ্যে গাইবান্ধা বন্ধুসভার শুকনা খাবার বিতরণ

বন্যার্তদের মধ্যে গাইবান্ধা বন্ধুসভার শুকনা খাবার বিতরণছবি: বন্ধুসভা

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার রসুলপুরের চরে নৌকা নিয়ে যাই। ঘরবাড়িগুলো অর্ধেক পানির নিচে ডুবে আছে। রান্না করার কোনো ব্যবস্থা নেই। অনেকে না খেয়ে দিন পার করছে। সেদিন ছিল ২২ জুন বুধবার। আমরা যতটা সম্ভব, মানুষের আসবাব নিরাপদ স্থানে নিতে সহযোগিতা করি। এতে অনেকের ঘরের জিনিস রক্ষা পায়।

এ সময় প্রথম আলো বন্ধুসভা গাইবান্ধার উদ্যোগে ৬৩টি বন্যার্ত পরিবারের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়। এসব খাবারের মধ্যে ছিল চিড়া, মুড়ি ও গুড়।
জাকির নামের একটি শিশু দুই দিন ধরে রান্না করা খাবার খেতে পারছে না। ঘরে আগে থেকেই থাকা শুকনা খাবার খেয়েই দিন অতিবাহিত করছে। সে জানায়, ‘বন্যার কারণে দুই দিন থেকে রান্না করা খাবার খাই না। ভুট্টার গুড়া ভিজিয়ে খেয়ে আছি।’

রসুলপুর চরের সোলেমান আলী বলেন, ‘আমাদের এখানে কোনো ত্রাণ সহযোগিতা এসে পৌঁছায়নি। দুই দিন আগে কিছু লোক এসে সবার নাম নিয়ে গেছে। কিন্তু তাদের আর কোনো খোঁজ নেই। বন্যার পানির ভেতরে অনেক কষ্টে দিন পার করতে হচ্ছে।’
একই চরের আমেনা বেগম বলেন, ‘তোমারা যে শুকনা খাবার দিলা, আমাদের অনেক উপকার হলো বাবা। আল্লাহ তোমাদের ভালো করুক।’


লেখাঃ সাধারণ সম্পাদক, প্রথম আলো বন্ধুসভা, গাইবান্ধা