বন্যার্ত মানুষের পাশে ঢাবি রোভার স্কাউট গ্রুপ ও কুড়িগ্রাম বন্ধুসভা
গত ৩১ আগস্ট সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সীমান্তবর্তী গ্রাম বারবান্দা, বড়াইবাড়ী ও চুলিয়ারচর গ্রামে অর্ধশতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভারদের ব্যবস্থাপনায় সামাজিক দূরত্ব বজায় রেখে প্যাকেজ উপহার হিসেবে চাল, আটা, ডাল ও লবণ বিতরণ করা হয়।
বরবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃত্ত অপরাজেয় এর আর্থিক সহায়তায় উপহারসামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে সমপরিমাণ চাল, ডাল, তেল, লবণ, আলু এবং শিশুদের জন্য ১০০ প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়।
বাড়িতে মা অসুস্থ থাকায় বড়াইবাড়ি থেকে উপহারসামগ্রী নিতে এসেছেন জরিনা বেগম। তিনি বলেন, ‘এ রকম উপহার পেয়ে আমার পরিবারের সবাই অনেক খুশি। আমার কিছুদিনের বাজার খরচ বাঁচিয়ে মায়ের চিকিৎসা চলাতে পারব।’ উপহারসামগ্রী পেয়ে স্থানীয় এক বৃদ্ধ আসমত আলী বলেন, ‘আগে এ রকম উপহার পাইনি। আমি আজ অনেক খুশি, কেউ আমাকে সাহায্য করেছে।’
এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রোভার স্কাউট ও ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট মো. জাহিদুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভা কুড়িগ্রাম জেলার সভাপতি মো. জাহানুর রহমান খোকন, অনুষ্ঠানবিষয়ক সম্পাদক কল্লোল রায়সহ স্থানীয় অনেকে।
ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব মনে করে। আমরা সেই দায়বদ্ধতার জায়গা থেকে এই উদ্যোগটি হাতে নিয়েছি এবং সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি।মাহমুদুর রহমান: ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ সম্পাদক ও প্রধান রোভার স্কাউট লিডার।
ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ সম্পাদক ও প্রধান রোভার স্কাউট লিডার মাহমুদুর রহমান বলেন, ‘বিভিন্ন এলাকার মতো রৌমারী উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে রৌমারীর বিভিন্ন পেশাজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব মনে করে। আমরা সেই দায়বদ্ধতার জায়গা থেকে এই উদ্যোগটি হাতে নিয়েছি এবং সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি।’
মাহমুদুর রহমান বৃত্ত অপরাজেয়কে আর্থিকভাবে সাহায্য ও কুড়িগ্রাম বন্ধুসভাকে স্থানীয়ভাবে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।