বন্যাদুর্গতদের জন্য কক্সবাজার বন্ধুসভার অনন্য উদ্যোগ

ফিল্ম ফেস্টে অর্থ সংগৃহের বাক্স হাতে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

কক্সবাজার থেকে কয়েক শ কিলোমিটার দূরবর্তী বিভিন্ন জেলায় বন্যাদুর্গত ব্যক্তিদের দুর্ভোগ ও অসহায়ত্ব সমুদ্রতীরবর্তী কক্সবাজার বন্ধুসভার বন্ধুদেরও প্রবলভাবে আলোড়িত করে। প্রথম দিন থেকেই তাঁদের জন্য কিছু করার প্রবল তাগিদ বোধ করছিলেন বন্ধুরা। কিন্তু দূরত্ব বিবেচনায় খানিকটা দ্বিধান্বিত থাকায় শুরুটা হয়ে উঠছিল না।

গত সপ্তাহে কক্সবাজারে কর্মরত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থার সহায়তায় এবং কক্সবাজার আর্ট ক্লাবের উদ্যোগে ‘ফিল্ম ফেস্ট-২০২২’ আয়োজন করা হয়। এতে বন্ধুসভাকে বন্যার্ত মানুষের জন্য অর্থ সংগ্রহের প্রস্তাব দিলে তাৎক্ষণিকভাবে লুফে নেন বন্ধুরা। টানা তিন দিন চলচ্চিত্র দেখতে আসা দর্শক ও অতিথিদের কাছ থেকে বন্যাদুর্গত ব্যক্তিদের জন্য অর্থ সংগ্রহ করেন তাঁরা। এর মধ্যেই ছোট ছোট বাক্স হাতে সমুদ্রসৈকতে নেমে যান আরেক দল বন্ধু। সৈকত ভ্রমণে আসা পর্যটক ও ভ্রমণপিপাসুদের কাছ থেকেও চলে অর্থ সংগ্রহ। এভাবে টানা তিন দিন অর্থ সংগ্রহের পর, সংগৃহীত সব অর্থ বন্যার্ত ব্যক্তিদের সহযোগিতার জন্য জাতীয় পরিচালনা পর্ষদের কাছে পাঠিয়ে দেন বন্ধুরা। কক্সবাজার বন্ধুসভার উপদেষ্টা আবদুল কুদ্দুস রানা, কক্সবাজার আর্ট ক্লাবের সভাপতি রানাসহ বন্ধুসভার সদস্যদের আন্তরিক সহযোগিতায় বন্যাদুর্গত ব্যক্তিদের জন্য অবশেষে কিছু করতে পেরে তৃপ্তির নিশ্বাস ফেলেন সবাই।

বন্যাদুর্গতদের জন্য কক্সবাজার বন্ধুসভার অর্থ সংগ্রহ
ছবি: বন্ধুসভা

এর মধ্য দিয়ে স্বেচ্ছাশ্রমে মানবসেবার আকাঙ্ক্ষা পূরণে দূরত্ব কোনো বাধাই নয়, তা–ই যেন আবারও প্রমাণ করলেন কক্সবাজার বন্ধুসভার সদস্যরা। এ আকাঙ্ক্ষা পূরণে জাতীয় পরিচালনা পর্ষদ সংগৃহীত অর্থ বিতরণের দায়িত্ব নেওয়ায় পর্ষদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন বন্ধুরা। প্রবল আত্মবিশ্বাস আর আন্তরিক সদিচ্ছায় দেশের আরেক প্রান্তের বন্যাদুর্গত ব্যক্তিদের সহায়তার দৃষ্টান্ত স্থাপনের মধ্য দিয়ে—‘ভালোর সাথে, আলোর পথে’ বন্ধুদের অবিচল এই যাত্রা অব্যাহত থাকবে আগামী দিনেও।

সভাপতি, কক্সবাজার বন্ধুসভা