বন্ধুসভার ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠকের ময়মনসিংহ পর্ব অনুষ্ঠিত

বন্ধুসভার ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠকের প্রথম পর্ব অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

অনুষ্ঠিত হলো প্রথম আলো বন্ধুসভার ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক ২০২১–এর প্রথম পর্ব। ১৮ এপ্রিল বেলা তিনটায় অনুষ্ঠিত বৈঠকে ময়মনসিংহ বিভাগের সাতটি বন্ধুসভার বন্ধুরা অংশ নেন। উপস্থিত ছিলেন ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, নালিতাবাড়ী, সরিষাবাড়ী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা।

বৈঠকে বন্ধুদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি ড. মুমিত আল রশিদ, সহসভাপতি ড. সোলায়মান কবীর, সাধারণ সম্পাদক মৌসুমী মৌ, সাংগঠনিক সম্পাদক প্রিন্স শাহ আলম, পাঠচক্র সম্পাদক চৈতী চক্রবর্তীসহ অনেকে।

বন্ধুসভার গঠনতন্ত্রের মূল চারটি ভিত্তির ওপর জোর দিয়ে পরবর্তী যেকোনো কার্যক্রম পরিচালনা বা পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান জাতীয় পর্ষদের সভাপতি ড. মুমিত আল রশিদ। বিশেষত কোনোভাবেই যেন বন্ধুসভার গঠনতন্ত্রের মর্যাদা ক্ষুণ্ণ না হয় সে লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি সতর্ক এবং সংযত থাকার নির্দেশনা দেন তিনি।

বৈঠকে প্রতিটি বন্ধুসভার একজন করে প্রতিনিধি তিন মিনিট করে বক্তব্য প্রদানের সুযোগ পান। বন্ধুরা তাঁদের নানা কাজের অভিজ্ঞতার কথা জানান। কী কী কার্যক্রম তাঁরা করেছেন, আগামী দিনে কী কী করবেন, জাতীয় পর্ষদের কাছে তাঁদের কী চাওয়া—এসব কথা উঠে আসে বন্ধুদের বক্তব্যে।

বন্ধুসভার ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠকের প্রথম পর্ব অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

করোনাকালীন সাবধানতা অবলম্বন করার পাশাপাশি কার্যকর কর্মপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মৌসুমী মৌ।

জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি সোলায়মান কবীর লকডাউনের মধ্যেও বন্ধুদের সক্রিয়তার প্রশংসা করার পাশাপাশি নিজ মেধায় ও চিন্তনে বিকশিত হওয়ার আহ্বান জানান। তিনি নানা ধরনের বইমুখী কার্যক্রম পরিচালনার জন্য বন্ধুদের উদ্বুদ্ধ করেন।

বৈঠক থেকে বন্ধুরা সব ধরনের প্রশ্নের উত্তর জানার পাশাপাশি নিজেদের কর্মপরিকল্পনা জানানোর মাধ্যমে একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।

বন্ধুসভার ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠকের প্রথম পর্ব অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত