বন্ধুসভার বন্ধুদের জন্য অনলাইন কুইজ প্রতিযোগিতা

প্রথম আলো বন্ধুসভার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভার বন্ধুদের জন্য ‘বন্ধুসভাকে জানুন, প্রথম আলোকে জানুন’ স্লোগান সামনে রেখে একটি অনলাইন কুইজের আয়োজন করা হয়েছে। এই কুইজ প্রতিযোগিতা হবে মূলত বন্ধুসভা সম্পর্কিত। তবে প্রথম আলো সম্পর্কিত কিছু প্রশ্নও থাকবে। বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। কুইজ সম্পর্কিত বিস্তারিত তথ্য নিম্নে উপস্থাপন করা হলো:

নিবন্ধনের তারিখ ও সময়

• ৭ নভেম্বর বিকেল ৪টা থেকে ১০ নভেম্বর ২০২০ বেলা ৩টা পর্যন্ত।

নিবন্ধনের লিংক ও অংশগ্রহণ পদ্ধতি

• নিবন্ধনের লিংক: https://www.bondhushava.com/event/quiz/register.html

• ওপরের লিংকে [নিবন্ধন] বাটনে ক্লিক করলে নিবন্ধন ফরম আসবে। সেখানে নিজের ই-মেইল এবং নিজের পছন্দমতো পাসওয়ার্ড (কমপক্ষে ৬ ডিজিট) দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার পর একটি লিংক আপনার ই-মেইলে যাবে।

• সেই লিংকে [ক্লিক] লেখা স্থানে ক্লিক করলে একটি ফরম আসবে। সেখানে আপনার নাম*, বন্ধু নম্বর*, আপনার বন্ধুসভার নাম*, শিক্ষাপ্রতিষ্ঠান/কর্মস্থল লিখে সাবমিট করে নিবন্ধন সম্পূর্ণ করতে হবে। (যদি বন্ধু নম্বর না থাকে, সে ক্ষেত্রে বন্ধুসভার নির্দিষ্ট ফরম (http://bdms.bondhushava.com/login) পূরণ করে বন্ধু নম্বর কনফার্ম করে নিতে হবে)

• এরপর [হোম] পেজের [কুইজ শুরু করতে ক্লিক করুন] বাটনে ক্লিক করে কুইজে অংশ নিতে পারবেন।

কুইজের তারিখ ও সময়

• অনুশীলন পর্ব: ৭ নভেম্বর বিকেল ৪টা থেকে ৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।

• মহড়া পর্ব: ৯ নভেম্বর, বিকেল ৪টা থেকে ৪.১৫ মিনিট।

• চূড়ান্ত প্রতিযোগিতা: ১০ নভেম্বর, বিকেল ৪টা থেকে ৪.১৫ মিনিট।

(অনুশীলন ও মহড়া পর্বটি রাখা হয়েছে শুধু অংশগ্রহণকারীদের প্রস্তুতির জন্য।)

বিশেষ সতর্কতা

• কুইজ শুরু করার পর কুইজ শেষ না করা পর্যন্ত ব্রাউজারের অন্য কোনো ট্যাব ওপেন করা যাবে না। মানে, কুইজ চলাকালীন স্ক্রিন থেকে কোনোভাবে সরা যাবে না, মিনিমাইজ করা যাবে না।

• যদি কেউ স্ক্রিন থেকে সরে যান বা অন্য কোনো ট্যাব ওপেন করেন, সে ক্ষেত্রে কুইজ ফরমটি স্বয়ংক্রিয়ভাবে সাবমিট হয়ে যাবে।

পরীক্ষা পদ্ধতি ও প্রশ্ন

• ইন্টারনেট সংযোগ আছে এমন ডিভাইস (মোবাইল/ল্যাপটপ/ডেস্কটপ/ট্যাব) থেকে কুইজে অংশগ্রহণ করা যাবে।

• প্রশ্ন হবে বন্ধুসভা ও প্রথম আলো সম্পর্কিত।

• প্রশ্ন প্রণয়ন করা হবে বাংলায়।

• প্রশ্ন হবে এমসিকিউ পদ্ধতিতে। প্রতিটি প্রশ্নের জন্য সম্ভাব্য চারটি অপশন দেওয়া থাকবে। সঠিক উত্তরে সিলেক্ট করতে হবে।

• কুইজে মোট ২০টি প্রশ্ন থাকবে। সময় ১৫ মিনিট।

• অনুশীলন ও মহড়া পর্বটি রাখা হয়েছে শুধু অংশগ্রহণকারীদের প্রস্তুতির জন্য।

• চূড়ান্ত পর্ব–এর স্কোরের ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হবে।

• কুইজ সাবমিট শেষে [প্রোফাইলে] ক্লিক করে আপনার স্কোর দেখতে পারবেন।

ফলাফল ঘোষণা

• ফলাফল ঘোষণা: ১১ নভেম্বর ২০২০, বিকেল ৪টা।

শর্তাবলি

• কুইজ পদ্ধতি ও ফলাফল বিষয়ে প্রথম আলো বন্ধুসভা কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

• নিবন্ধনের তথ্যসমূহ প্রথম আলোর নিকট সংরক্ষিত থাকবে।

• প্রতিযোগিতায় শুধু প্রথম আলো বন্ধুসভার সদস্যরা অংশগ্রহণ করতে পারবেন।

কুইজ সংক্রান্ত প্রয়োজনে বন্ধুসভার অফিশিয়াল নম্বরে যোগাযোগ করুন: ০১৯৫৫ ৫৫২০৮৮ (বেলা ১১ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত)