বন্ধুসভার চট্টগ্রাম বিভাগীয় ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

বন্ধুসভার চট্টগ্রাম বিভাগীয় ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

লকডাউনের সময়টাতে সারা বাংলাদেশের বন্ধুসভা নিয়ে বেশ কিছুদিন যাবৎ অনুষ্ঠিত হচ্ছে ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক। প্রতিটি বিভাগ থেকে সব কটি বন্ধুসভা যুক্ত হচ্ছে বৈঠকে। এরই ধারাবাহিকতায় ২২ এপ্রিল বেলা তিনটায় ১৮টি বন্ধুসভার বন্ধুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক বৈঠক।

চট্টগ্রাম, রাঙামাটি, পটিয়া, কসবা, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, চকরিয়া, ফেনী, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কক্সবাজার সিটি কলেজ, কক্সবাজার সরকারি কলেজ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা যুক্ত হয়েছিল এ বৈঠকে।

জাতীয় সংগীতের শুদ্ধ চর্চা ধরে রাখতে বৈঠকের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি ড. মুমিত আল রশিদ। তিনি বলেন, বন্ধুসভার বন্ধুরা নিজেদের ভেতরকে আলোকিত করার পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

বন্ধুসভার চট্টগ্রাম বিভাগীয় ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বৈঠকে যুক্ত ছিলেন বন্ধুসভার জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক মৌসুমী মৌ, বন্ধুসভার নির্বাহী শাহিন মাহফুজ, ঢাকা মহানগর বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক ইসরাত সুলতানা নিশি ও প্রশিক্ষণ সম্পাদক সাইফুল্লাহ সাদেক। মৌসুমী মৌ বিগত বছরের মতো এবারও অসহায় মানুষের সাহায্যার্থে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচিতে সব বন্ধুসভাকে অংশ নেওয়ার আহ্বান জানান।

বন্ধুসভার চট্টগ্রাম বিভাগীয় ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

কক্সবাজার বন্ধুসভার সাধারণ সম্পাদক উম্মে সাদিয়া হোসেন শিকদার বলেন, ‘আমার বাংলা পড়ার প্রতি ভালো লাগা বা আগ্রহ জন্মেছিল বন্ধুসভায় যুক্ত হয়ে।’

বৈঠকে উপস্থিত সব বন্ধুসভা থেকে একজন প্রতিনিধি তাঁদের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বক্তব্য দেন। বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।