বন্ধুসভার ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লালমনিরহাট, রানার্সআপ পার্বতীপুর

বন্ধুসভা আয়োজিত রংপুর বিভাগীয় রাউন্ড ক্রিকেট টুর্নামেন্টে ম্যাচ চলাকালের মুহূর্ত। গতকাল দিনাজপুরের গোড়-এ-শহীদ ময়দানে
ছবি: প্রথম আলো

গায়ে লাল-নীল-সাদা জার্সি। কেউ এসেছিলেন পঞ্চগড় থেকে, কেউ রংপুর। ছিলেন লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁওয়ের খেলোয়াড়েরাও। ব্যাট-বলের লড়াইয়ে চার-ছক্কার সঙ্গে সঙ্গে দর্শক সারির মুহুর্মুহ করতালি ছড়িয়ে পড়ে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে।

এই মাঠে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয় রংপুর বিভাগীয় রাউন্ড ক্রিকেট টুর্নামেন্ট। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এর আয়োজন করে প্রথম আলো দিনাজপুর বন্ধুসভা। দিনাজপুরের পার্বতীপুর উপজেলা বন্ধুসভা দলকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লালমনিরহাট।

টুর্নামেন্টে মোট দল ছিল নয়টি। প্রতিটি দলে ছিলেন সাতজন খেলোয়াড়। তাঁদের মধ্যে দুজন করে নারী সদস্য। সকাল থেকে বিকেল পর্যন্ত ৪টি পর্বে ১০টি ম্যাচ অনুষ্ঠিত হয়। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিটি ম্যাচে দলের দুই উইকেট পতনের পর নারী সদস্যকে ব্যাটিংয়ে পাঠানো ছিল বাধ্যতামূলক। ৫ ওভারের ম্যাচে এক ওভার করে বল করেন নারী সদস্যরা।

ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোমিনুল করিম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার। পরে বক্তারা বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বন্ধুসভার এমন আয়োজন একটি মাইলফলক হয়ে থাকবে। প্রথম আলো বন্ধুসভা শুধু নিছক একটি সংগঠন নয়, দুর্যোগ মোকাবিলা থেকে শুরু করে স্বেচ্ছাসেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বন্ধুসভার সদস্যরা।